ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলা-শিশুসহ উভয় পক্ষের প্রায় ১০জন ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তর পাড়া) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আলকাছ আলী, মোহাম্মদ আলী, ফয়জুল ইসলাম, নেহারুন বেগম ও তাসলিমা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বনগাঁও (উত্তর পাড়া) গ্রামের আবদুল হাসিমের বড় পুত্র আবদুর নুরের সাথে একটি পিতলের বদনা নিয়ে একই পরিবারের ছোট ভাই আবদুল মন্নানের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনার সালিস করতে গিয়ে প্রতিবেশী মুরব্বীদের সাথে ঝগড়ার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৫ জনকে সিলেট ও অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ইসলামপুর ইউপির ২নং ওয়ার্ড মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিতলের বদনা নিয়ে দু’ভাইর বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।