বুদবুদ

44

জালাল উদ্দিন মুহম্মদ

ছিপি খুলতেই বুদবুদ নাকে মুখে আছড়ে পড়লো
জিবের ডগায় এক অদ্ভুত আস্বাদ অনুভূত হলো
নাকের ডগায় এক অজানা খুশবাই।

আমার আর তর সইলো না
শুরু হলো চমুকের পালা
প্রতি চুমুকেই চোখ বুজে আসতে লাগলো।
পরিবেশ ও প্রতিবেশ সম্ভবত মেঘের আড়ালে দাঁড়িয়ে  হাসতে লাগলো।
আমার সেদিকে ভ্রƒক্ষেপ নেই
চুমুক চলতেই লাগলো।

কখন মদিরা আমাকে পূর্ণ অবশ করে দিলো,
ঘুম পাড়িয়ে দিলো- আমি জানি না।
যখন চোখের পাতা আলগা হলো,  সত্যিই
লজ্জায় আবার চোখ বন্ধ হয়ে এলো।

এ আমার পানশালায় প্রথম পানের গল্প
আমার এই বেলা, সেই কোলা, আপনভোলা
ঝাঁকি দিই,  আবারো ঝাঁকি বুদবুদের আশা –
জানতো বুদবুদ আমার কত প্রিয়! বললো পাশা।