ছাতক থেকে সংবাদদাতা :
বন্যায় ক্ষতিগ্রস্ত ছাতকের কৃষকদের মধ্যে ২য় পর্যায়ে ধানের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ ট্রেডিং কর্পোরেশন সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ কেন্দ্রিয় ব্যবসায়ি সমিতির সভাপতি, শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরীর নিজ তহবিল থেকে ২য় পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক অসহায় কৃষকদের মধ্যে ধানের চারা বিতরন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশরাফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও শফিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কে এম বদরুল হক, উপ-সহকারি কৃষি অফিসার আনিসুজ্জামান। এ সময় ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, সাবেক মেম্বার আলমগীর কবির, মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ ফজলসহ ব্যবসায়ি, কৃষক, এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দগঞ্জ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।