সিলেট-সুনামগঞ্জ সড়কে গাড়ি চাপায় অজ্ঞাতনামা মহিলার মৃত্যু

18

ছাতক থেকে সংবাদদাতা :
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ধামোদরতপি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ও আইসি টু জাকারিয়া সকালে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের যে কোন সময় ওই অজ্ঞাতনামা মহিলা (২৫)কে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মহিলার মর্মান্তিক মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাতনামা মহিলার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মহিলাটি মানুষিক ভারসাম্যহীন (পাগল)। এদিকে ২৪ জুলাই সড়কের দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন সদরপুর কমিউনিটি ক্লিনিকের সম্মুখে অজ্ঞতনামা গাড়ি চাপায় (৪৫) বছর বয়সি একজন মহিলার মৃত্যু হয়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে দাফন করা হয়। ওই মহিলাটিরও কোন নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন, হাইওয়ে পুলিশ ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি বলেন, অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে ময়না তদন্তে এবং দাফন করতে হিমশিম খেতে হয়। লাশের ময়নাতদন্ত করতে গেলে সদর হাসপাতালের ডুম মনসুরকে অগ্রিম হাজার থেকে পনেরশ টাকা দিতে হয়। এছাড়া বাংলাদেশের সব জেলায় আনজুমানে মফিদুল ইসলাম থাকলেও সুনামগঞ্জে তা-নেই।