সম্মিলিত নাট্য পরিষদ : সম্মিলিত নাট্য পরিষদ সিলেট দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের জন্য আগামীকাল ৯ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম। অনুষ্ঠানে কবিতা, নৃত্য, সঙ্গীত ও নাটকের মধ্য দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী প্রতিবাদী সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হবে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য ও সংস্কৃতি কর্মীসহ সর্বস্তরের মানুষকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি
সীমান্তিক : জাতীয় পর্যায়ের বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা সীমান্তিকের ৪০তম বর্ষে শুভ পদার্পণ উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্স উপশহর পয়েন্ট মাছিমপুর সিলেটে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী, রক্তদান, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
উক্ত দিবসের শুভ উদ্বোধন ও উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বিএমআরসি’র চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। উক্ত অনুষ্ঠানে সিলেট বিভাগের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি
বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেট : বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টা হতে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা, শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির মণিপুরী রাজবাড়ীতে অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় সংগীতালেখ্যানুষ্ঠান, পরিবেশন করবে সঙ্গীত নিকেতন বটেশ^র। সন্ধ্যা ৬টায় ব্যক্তিত্ব বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায়। সম্মানিত অতিথি থাকবেন রামকৃষ্ণ মিশন আশ্রমের সহাধ্যক্ষ শ্রীমৎস্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম সিলেটের সভাপতি, অধ্যাপক বিজিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুভাষ চন্দ্র রায়, রতন মণি মোহন্ত, বীথিকা দত্ত, শীলা চৌধুরী প্রমুখ।
এছাড়াও রাত ৮টায় পুরস্কার বিতরণ ও রাত সাড়ে ৮টায় প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সিলেটের বিবেকানন্দ অনুরাগী ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পর্ষদের সভাপতি বেণু ভূষণ দাশ ও সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার। বিজ্ঞপ্তি
জেলা ও মহানগর বিএনপি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে এবং পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর কোট পয়েন্টে আজ শুক্রবার ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের নেতা কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর সোমবার বেলা ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে (নিচ তলায়) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভা সফলের লক্ষ্যে সিলেট জেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকল নেতাকর্মীদের যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি’র সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। বিজ্ঞপ্তি
হেফাজতে ইসলাম : হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেটের নেতৃবৃন্দের আহবানে আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে রোহিঙ্গা ইস্যুতে জরুরী সভার আহবান করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন হেফাজত নেতা শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুতিন ধনপরী ও শায়েখ মাওলানা নাসির উদ্দিন। বিজ্ঞপ্তি