মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর বৌদ্ধসন্ত্রাসী ও সরকারী বাহিনী যৌথভাবে সরাসরি হত্যাকান্ড চালাচ্ছে। বর্তমান হত্যাকান্ড অতীতের যে কোন সময়ের চাইতে মর্মান্তিক ও মর্মন্তুদ। বার্মার মগসন্ত্রাসীদের পৈচাশিক আর নির্মমতার কোন নজীর দুনিয়াতে নেই উল্লেখ করে সিলেট মহানগর জমিয়তের নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন থেকে নদীতে ভাসছে মিয়ানমারের নির্যাতিত মুসলমান শিশু-কিশোর, যুবক-যুবতি, বৃদ্ধ নারী পুরুষের বিকৃত লাশ। মায়ের সামনে মেয়েকে, মেয়ের সামনে মাকে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে নির্বিচারে হত্যা করছে সরকারী বর্বর বাহিনী। তারা মুসলমানদের ঘর বাড়ি, মাদরাসা ও মসজিদগুলো জ্বালিয়ে দিচ্ছে, শিশুসহ সব বয়সী মানুষদেরকে দা দিয়ে কুপিয়ে মারছে, এমনকি জীবন্ত মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করতেছে। এরা সন্ত্রাসী, খুনি, এরা মানবতার শত্র“।
মিয়ানমারের নির্যাতিত মুসলমান রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি সভাপতি- মাওলানা খলিলুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খয়রুল হোসেন, মাওলানা রেজাউল করিম কাসিমি, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরি, মাওলানা হাফিজ সৈয়দ শামিম আহমদ, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা হাফিজ খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা মুফতি মুজির উদ্দিন, মাওলানা আলতাফুর রহমান, আলহাজ¦ একরামুল আজিজ, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা শফীউল আলম, মাওলানা আলী নূর, মুফতী শিব্বির আহমদ (ভাইস চেয়ারম্যান), মুফতী মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসেমি, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা ক্বারী মুখতার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, আতিকুর রহমান নগরী, যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল গফুর প্রধান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ ওসমানী, সমাজসেবা সম্পাদক হাফিজ কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন বাহার, অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, অফিস সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য- মাওলানা আবুল বাশার, মাওলানা সালমান বিন মালিক, ক্বারী রইছ উদ্দিন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা শামীম আহমদ, মাওলানা সালিম আহমদ, মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা হাফিজ আব্দুল্লাহ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা ইলিয়াস, মাওলানা কাওসার আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আসাদুর রহমান আসাদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা হেলাল আহমদ, মাওলানা হাফিজ সৈয়দ মাসুম, মাওলানা মাসুম আহমদ, মাওলানা বদরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ প্রমুখ নেতৃবৃন্দ গতকাল বুধবার (০৬ সেপ্টেম্বর) একযুক্ত বিবৃতিতে বলেন, সরকার যদি শরণার্থীর চাপ সামলাতে ভয় পান, তাহলে এদেশের মানবতাবাদী মানুষের সহায়তায় এসব শরণার্থীর ভরণপোষণের ব্যবস্থা করতে জমিয়তের নেতাকর্মীরা প্রস্তুত। বিজ্ঞপ্তি