বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড পুন:তদন্তের মাধ্যমে জনসম্মুখে জড়িতদের মুখোশ উন্মোচন করতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রধান নায়ক জিয়াউর রহমানের জড়িত থাকার বিষয়টি জনগণের সামনে মুখোশ খুলে দিতে হবে। যদিও সংবিধান অনুযায়ী মৃত ব্যক্তির বিচার করা যায়না, তথাপি জনগণের সামনে তার অপরাধ প্রকাশ করতে হবে। তিনি আরো বলেন, দেশ যখন বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে। তখন পাকিস্তানের প্রেতাত্মারা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা দেশের উন্নয়ন চায় না। তারা চায় এদেশ পাকিস্তানের মতো অশান্তিতে থাকুক। তিনি তাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
মাহবুবুল আলম হানিফ বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ডা. ইভানা বেগম সোনালীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রিয় সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুর রহমান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেট বিএমএ’র সভাপতি অধ্যাপক রোকন উদ্দিন আহমদ, সিলেট ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল আলম। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা।
এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দীলিপ কুমার ভৌমিক, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, স্বাধীনতা চিকিৎসা পরিষদের কোষাধ্যক্ষ এম এ আজিজ, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরমান আহমদ শিপু, অঙ্গিকার সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সৌরভ সরকার, সেক্রেটারী হাসান মির্জা প্রমুখ। বিজ্ঞপ্তি