সিলেট চেম্বারের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালকের সাথে মতবিনিময়

126

বুধবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর উদ্যোগে ব্যাংকিং সংক্রান্ত সমস্যাবলী নিয়ে বাংলাদেশ ব্যাংক, Bangladesh Bank E.D. 1সিলেট এর নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাজারে চলমান চালের সংকট মোকাবেলায় চাল আমদানীর ক্ষেত্রে ০% মার্জিনে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি ইস্যূ করা হবে। তিনি জানান, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে গরুর হাট সহ সকল স্থানে জালনোটের ছড়াছড়ি বন্ধে এসসিএস ক্যাবল টিভিতে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এছাড়াও তিনি তামাবিল স্থলবন্দরে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ট্রেজারী চালান জমা নেওয়া, সোনালী ব্যাংকের সকল শাখায় ট্রাভেল ট্যাক্স গ্রহণ এবং ব্যাংকের স্টেটমেন্ট চার্জ কর্তন না করার বিষয়টি যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক এবং ব্যাংক ও ইন্সুরেন্স সাব কমিটির আহবায়ক জিয়াউল হক, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, মুজিবুর রহমান মিন্টু, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ইসলামী ব্যাংকের এসভিপি ফরিদ আহমদ, এবি ব্যাংকের এসভিপি ও ম্যানেজার মোঃ আব্দুস সালাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার চৌধুরী আবুল কালাম পারভেজ, মোঃ ফজলুর রহমান আশরাফী, সিলেট চেম্বারের সদস্য ও আমদানীকারক মোঃ আবুল কালাম, আজদেওয়ান আহমদ, লিয়াকত আলী ও মোঃ কয়ছর আলী। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, রূপালী ব্যাংকের জিএম মোঃ আব্দুল মতিন, পূবালী ব্যাংকের ডিজিএম মোঃ মশিউর রহমান খান, ইউসিবিএল এর এফভিপি আমিনুল হক চৌধুরী, সোনালী ব্যাংকের এজিএম মোঃ মাহফুজুর রহমান, ব্যাংক আল-ফালাহ’র ম্যানেজার মোঃ কামরান আহমদ, সিলেট চেম্বারের সদস্য মোঃ মোস্তফা কামাল, এম আশরাফ খান পারভেজ, সরোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি