স্পর্শহীন প্রণয়

37

ছাদিকুর রহমান

সেই অনুভূতির অস্তিত্ব থেকে তোমাকে দেখছি
তখন প্রেম কি কেমন কিছুই বুঝতাম না
তবে আমার অনুভূতিতে অদ্ভুত শিহরণ জাগতো
পরে বুঝলাম সেটাই আমার প্রেমের প্রথম শিহরণ
তৃষ্ণার্ত কাকের মত তোমার পদচিহ্ন কত খুঁজেছি
তোমার শরীরের সুবাষিত গন্ধ বাতাসে কত শুঁকেছি
তুমি ছিলে আমার অস্তিত্বের ত্রি-প্রহরের সাথী
এখন তুমি অনেক বড় হয়েছ বয়স বেড়েছে
শরীরের মাংস পিন্ড বড় হয়েছে স্পষ্ট প্রতীয়মান
আমারও তাই…
যৌবনের খেয়ায় দোর্দণ্ড প্রতাপশালী  যাত্রী হয়েছ
একদিন আমি বাতাসে তোমার শরীরের গন্ধ শুঁকতাম
এখন সবাই চায় তোমার কাঁচা মাংসের ঘ্রাণ নিতে
এখন তোমার চারপাশের শত শত পদচিহ্নের ভিড়ে
তোমার পদচিহ্ন মিশিয়ে দিয়েছ প্রাগৈতিহাসিক  নিয়মে।