জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান ॥ ৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস

58

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পিয়াইন নদীর নয়াবস্তি, কান্দুবস্তি ও চা বাগান সংলগ্ন gowainghat (sylhet) photo-14-08-2017 (1)এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল এর নেতৃত্বে এই অভিযান চলে। অভিযান চলাকালীন সময় চা বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি বোমা মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানে গোয়াইনঘাট’র সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, থানার এস আই মতিউর রহমানসহ পুলিশ ও বিজিবি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও বিশ^জিত কুমার পাল বলেন উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ৫টি মেশিন ও এর সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। একই সাথে বাকি মালিকদের মেশিন ও সরঞ্জাম সড়িয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।