জগন্নাথপুরে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের ত্রাণসামগ্রী বিতরণ

50

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে Rotari Sylhet Centrol Tran Bitiron Pic 5-8-17ত্রাণসামগ্রী বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল। জগন্নাথপুর উপজেলার ৫ নম্বর চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়া চিলাউড়া (দাস নোয়াগাঁও) হরিণাকান্দি ও ভূরাখালি গ্রামের প্রায় ২৫০ পরিবারের মধ্যে গত ৪ আগষ্ট শুক্রবার এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান সাব্বির আহমদের সভাপতিত্বে ও রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরীর সঞ্চালনায় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রোটারিয়ান সিদ্দিকুর রহমান এডভোকেট পি.এইচ.এফ, রোটারিয়ান আইপিপি ড. শহিদুল ইসলাম এডভোকেট, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, মুক্তিযোদ্ধা কবিন্দ্র কুমার দাস, মুক্তিযোদ্ধা নির্মল কান্তি দাস, অরবিন্দু দাস, চিলাউরা হলদিপুর ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, হাওর উন্নয়ন পরিষদ জগন্নাথপুর উপজেলার সভাপতি মো. শাহিদুল ইসলাম বকুল, সিদ্দিকুর রহমান সিদ্দিক, শিক্ষক পীযুশ কান্তি দাস রিপন, মো. বারুত মিয়া প্রমুখ। রোটারী ক্লাব অব টরেন্টো ডেনফোর্থ, কানাডার সহযোগিতায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, বন্যায় সুনামগঞ্জসহ সমগ্র হাওর এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা মানবেতর দিন যাপন করছেন। এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবানদেরও হাওর পারের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত। বিজ্ঞপ্তি