সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, সিলেট-৩ নির্বাচনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের জন্য বরাদ্দকৃত সরকারী ত্রাণ যথাযথ ভাবে বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জনগণ উপকৃত হচ্ছেন। ত্রাণ সকলের জন্য নয়, যেসব এলাকার জনগণ বেশি ক্ষতিগ্রস্ত তারাই এ ত্রাণ পাওয়ার যোগ্য। সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্ব বেশি।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের রেল কলোনী সহ আশপাশের এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরুর সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল কয়েস, জিল্লুর রহমান, শাহজাহান শাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় পাল প্রমুখ। এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন আমেরিকার উদ্যোগে স্থানীয় চন্ডি প্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী, আওয়ামীলীগ নেতা মহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, প্রবাসী খছরুজ্জামান কয়েস, শাহজাহান শাহ। পরে তিনি স্বেচ্ছাসেবকলীগ নেতা সালেহ আহমদ জালিম ও সহপাঠীদের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, আনছার আলী, শেখ সুয়েব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি