প্রতিনিধি সম্মেলনের বক্তারা ॥ শুভ প্রতিদিন হয়ে উঠবে সিলেটের গণমানুষের দৈনিক

87

সিলেট থেকে প্রকাশিতব্য দৈনিক শুভ প্রতিদিন এ অঞ্চলের গণমানুষের পত্রিকায় পরিণত হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন সিলেটের সিনিয়র সাংবাদিক এবং পত্রিকার প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেছেন, আমরা সংবাদপত্র জগতে সিলেটবাসীর প্রত্যাশা পূরণের প্রত্যয় নিয়ে আসছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষে থেকে দলমত-নির্বিশেষে সকল পাঠকের চাহিদা পূরণ করতে বদ্ধপরিকর। কোন গোষ্ঠি, মত কিংবা মতাদর্শের হয়ে কথা বলব না কিন্তু প্রত্যেকের দৈনিক হয়ে উঠতে চাই। পাঠক প্রতিদিন যা জানাতে চান, আমরা তাই জানাব। যা পড়তে চান, আমরা তাই পড়তে দেব। এ লক্ষ্য নিয়ে আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে সিলেটের নতুন দৈনিক শুভ প্রতিদিন।
গতকাল বুধবার সিলেট বিভাগের জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধিদের নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে  প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান বার্তা সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও চীফ রিপোর্টার আমিনুল ইসলাম রুকনের পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবস্থাপনা সম্পাদক ফয়সল আহমদ মুন্না, মফস্বল বিষয়ক সম্পাদক আনন্দ সরকার, ডেপুটি চীফ রিপোর্টার সৈয়দ সাঈদ চৌধুরী টিপু। অনুষ্ঠানে প্রতিনিধিদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাতক প্রতিনিধি শাহ মো. আখতারুজ্জামান, বালাগঞ্জ প্রতিনিধি রজত চন্দ্র দাস ভুলন, মৌলভীবাজার প্রতিনিধি নুরুল ইসলাম, বিকুল চক্রবর্ত্তী, আনহার সমশাদ, বড়লেখা প্রতিনিধি লিটন শরীফ, ওসমানীনগর প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, জগন্নাথপুর প্রতিনিধি মো. সানোয়ার ইসলাম সুনু, কুলাউড়া প্রতিনিধি এম.এ আহাদ, কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি মো. রশিদ আহমদ, সুনামগঞ্জ সদর প্রতিনিধি আশিকুর রহমান পীর, রাজনগর প্রতিনিধি আহমদ উর রহমান ইমরান, বিয়ানীবাজার প্রতিনিধি সামিয়ান আহমদ, সজীব ভট্টাচার্য্য, গোলাপগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র রিপোর্টার জিল্লুর রহমান জয়, মিসবাহ উদ্দীন আহমদ, আব্দুল আহাদ, স্পোর্টস রিপোর্টার হাসান মো. শামীম, স্টাফ রিপোর্টার শেখ আব্দুল মজিদ, মাইনুল হাসান টিটু, বাসিত আলম, রুবেল আহমদ, ফটো সাংবাদিক মামুন হাসান, এস এম সুজন, সহকারি ব্যবস্থাপক মুরাদ বক্স, বিজ্ঞাপন প্রতিনিধি আব্দুর রহমান। বিজ্ঞপ্তি