রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে এক বিধবা মহিলাকে একটি নতুন বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। জকিগঞ্জ উপজেলার বারহালের পরচক গ্রামের মনোয়ারা বেগম ও তাঁর পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন বাড়ি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের অর্থায়নে লো কস্ট হাউজের আওতায় নির্মিত ১২তম বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান সাব্বির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান পিডিজি ড. মীর আনিসুজ্জামান পিএচিএফ বি এমডি। রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিস্টেন গভর্ণর রোটারিয়ান পিপি মো. নজরুল ইসলাম পিএইচএফ, রো কস্ট হাউজ প্রজেক্টের চেয়ারম্যান রোটারিয়ান পিপি মো. সিদ্দিকুর রহমান পিএইচএফ। উপস্থিত ছিলেন রোটারিয়ান আইপিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট, ট্রেজারার রোটারিয়ান বিকাশ কান্তি দাশ, মাসুক আহমদ। এছাড়াও এলাকার জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান পিডিজি ড. মীর আনিসুজ্জামান পিএচিএফ বি এমডি বলেন, রোটারির মাধ্যমে যেভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়, অন্যভাবে তা করা কষ্টকর। রোটারিয়ানদের সম্মিলিত প্রচেষ্টা ও নিজস্ব অর্থায়নে সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা হচ্ছে। রোটারীর ন্যায় সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে একটি সুখী-সমৃদ্ধশালী সমাজ বিনির্মান গড়ে তোলা সম্ভব। তাই মানবসেবায় আমাদের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। বিজ্ঞপ্তি