রাজনৈতিক দলের বৈঠকে পুলিশী হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী ————– বাসদ

19

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সদর উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা গত শুক্রবার রাত ৮টায় বটেশ্বরে অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা সদস্য শাহজাহান আহমদের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য অনিক দেব নাথ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস, শ্রমিক ফ্রন্ট নেতা কামাল মিয়া, শাহী আহমদ, মুহিবুর রহমান, রিপন আহমদ প্রমুখ।
কর্মীসভায় বক্তারা বলেন, সরকার বন্যার্তদের রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। দলীয় সন্ত্রাস, লুটপাটের অবাধ অভয়ারণ্যে পরিণত হয়েছে সারাদেশ। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে বিকল্প রাজনীতি শক্তি সমাবেশ আজ সময়ের দাবি।
বক্তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ভিজিএফ, ভিজিডি, কাবিখা খাতে বরাদ্দ বাড়ানো এবং দুর্নীতি বন্ধের জন্য আহ্বান জানান। সভায় বক্তারা গত বৃহস্পতিবার রাতে ঢাকায় জেএসডি সভাপতি আ.স.ম রবের বাসায় রাজনৈতিক দলের বৈঠকে পুলিশী তল্লাসীর তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, এই ধরনের হামলা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থি। সরকার পুলিশ দিয়ে বিরোধী মতকে দমন করতে চায়। এই ধরনের কর্মকাণ্ড দেশের জনগণ প্রতিহত করবে। বিজ্ঞপ্তি