হাজি আব্দু মিয়া কলেজের রোভার স্কাউটের ত্রাণ বিতরণ ও চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে ক্যাম্পেইন

67

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের মোল্লাপাড়া হাজী আব্দু মিয়া কলেজে ত্রাণ বিতরণ ও চিকুনগুনিয়া জ্বর নিয়ন্ত্রণে ক্যাম্পেইন করেছে কলেজের রোভার স্কাউট গ্র“প। বৃস্পতিবার বন্যার্ত দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, বিস্কুট, চিরা, ওরস্যালাইন, ও দিয়াশলাই বিতরণ করা হয়। রোভার স্কাউট গ্র“প সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহমুদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: এবাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলাম কিবরিয়া। উক্ত ত্রাণ বিতরণের পূর্বে ওই কলেজের রোভার স্কাউট গ্র“পের সদস্যদের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদরাসা ও স্থানীয় বাজারের ফার্মেসীগুলোতে চিকুনগুনিয়া জ্বর ও বন্যা পরবর্তী রোগব্যাধী নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ক্যাম্পেইন করে। ক্যাম্পেইন চলাকালিন সময়ে রোভার স্কাউট গ্র“পকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন , ইউপি সদস্য জুয়েল মিয়া, সমাজসেবী আব্দুল আলীম, ইসহাক আহমদ শিপন, ডা: সুমন সূত্রধর, আব্দুর রহিম ইমরুল, ডা: খালিকুর রহমান,ইলয়াস হোসেন লেপাছ প্রমুখ।