বাংলার যাত্রা জগতের বিশিষ্ট খলনায়ক রাকেশ চন্দ্র দাশ (৭৩) গত ১০ জুলাই তাঁর নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজনাও গ্রামের বাসিন্দা।
খলনায়ক চরিত্রে সুক্ষ্ম অভিনয়ের মাধ্যমে তুষার দাশ গুপ্তের পরে রাকেশ চন্দ্র দাশ এদেশের লক্ষ লক্ষ দর্শকদের বাহবা কুঁড়িয়েছেন। ১৯৬৪ সালে ভোলানাথ অপেরায় যোগদানের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। একের পর সাফল্যে তিনি সর্বোচ্চ চূড়ায় উঠতে সক্ষম হন। তাঁর গুণাবলীতে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বাংলার গীতিনাট্যে তিনি এনেছেন আধুনিকতা।
গীতিনাট্য দলের এ মরমি অভেনতাকে হারিয়ে ভক্তগণ আজ মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অকিল চক্রবর্তী, অশোক কুমার নাগ, আলী রব, কুমুদ রঞ্জন তালুকদার, কৌশিক তালুকদার, অমল রায়, অর্ধেন্দু শেখর পাল প্রমুখ। বিজ্ঞপ্তি