দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে – সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

51

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। দেশের শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনে বর্তমান সরকারের অবস্থানও প্রশংসার দাবী রাখে। তাই দেশব্যাপী শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসার ঘটিয়ে আলোকিত সমাজ ও দুর্নীতিমুক্ত জাতি গঠনে তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সোমবার গোয়াইনঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দিলরুবা খানমের পরিচালনায় ও অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, অফিসার তদন্ত হিল্লোল রায়, বীর মুক্তিযোদ্ধা ও পূর্ব জাফলং ইউ/পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু। স্বাগত বক্তব্য রাখেন, একাদশ শ্রেণী শিক্ষার্থী মনিরা আক্তার মনি। এসময় বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী ইফতেখার হোসেন শামীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক নাছিম আহমদ, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামিম আহমদ প্রমুখ।