সর্ব অকুতোভয়

46

আল-আমিন হোসাইন জয়

আমি বহ্নিশিখার উত্তাপ,
করি অগ্নিবীণার ঝংকার, ঝঙ্কারিত অগ্নি
হয়ে ছাই করি সব পাপ!
আমি দ্রোহের দাহন তাপ,
আমি তপ্ত মিসাইল পাপ নাশকারী বহ্নি,
আমি প্রলয় শিখার বিদ্রোহী সংলাপ!

হিন্দোল করে কুণ্ডল,
করে সব নাশ, আমি নাশ করি সব
জগৎ দুয়ারে পাপ!
দোল দোল করে হিন্দোল
করে তেড়ে আসছি আমি, মম রব
হয় প্রভঞ্জনের ছাপ!

মুক্তি রণলিপ্সু আমি,
আমার মুক্তি সমরে বীর সেনানী দল
করে যায় মুক্তির হিন্দোল!
প্রাণ রণলিপ্সু ভূমি,
বীর সেনানীর হস্তদ্বয়ে ইস্পাত শৃঙ্খল
ভাঙ্গার বল!

আমি সর্ব অকুতোভয়,
ঘূর্ণিপাকের আমি পাপ নাশ করা কুণ্ডল
আমি বিশ্বটা করি জয়!
আমার বিধাতাতে নাই ভয়,
আমি মানি না ধর্ম-বর্ণ-গোত্র ভেদের রোল,
আমি বিধাতারে করি জয়!

আমি অমর অপরাজয়,
ভয় নাই, নাই ভয় মম, কুর্নিশ করিনা
আমি সর্ব অকুতোভয়!
সংগ্রামী আমি সর্ব বিজয়ী,
বাজাই রণের তূর্য, দামামা, বিজয় বীণা
নাশ করে পাপ মানবতা
করি জয়!