শিক্ষার উদ্দেশ্যে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসাবে তৈরী করা – ড. মোজাম্মেল হক

49

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রধান ড. মোজাম্মেল jamia pic copyহক বলেছেন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে গ্লোবালাইজেশন ও তথ্য প্রযুক্তির যুগে নিজেকে দক্ষ মানব সম্পদে  তৈরী করা। একই সাথে সৎ চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে শিক্ষার উদ্দেশ্য অর্জনের কাজ শুরু করতে হবে। তিনি বলেন, উদ্দেশ্যহীন জীবনে কখনো সাফল্য আসে না। শাহজালাল জামেয়ার শিক্ষার্থীদের এ লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেন। বুধবার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জামেয়ার প্রিন্সিপাল মজির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক মুহিবুর রহমান শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সাবেক স্কুল ইনচার্জ আবুল কালাম আজাদ, বালিকা শাখার কলেজ ইনচার্জ মোর্শেদা আকতার, সহকারী অধ্যাপক জাফর ইকবাল মাহমুদ, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, দ্বাদশ শ্রেণীর ছাত্র শরীফ আহমদ, একাদশ শ্রেণীর ছাত্রী নুরুন্নাহার নৌশিন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহজাহান খান। বিজ্ঞপ্তি