নগরীতে আবারও সিটি কর্পোরেশনের ফুটপাত দখলমুক্তকরণ অভিযান

24

স্টাফ রিপোর্টার :
ঈদের পর গতকাল রবিবার আবারও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। mayor pic-2.7.17-02ঈদের আগ থেকেই নগরীর ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চলছিল। কয়েক দফার অভিযানে দখলমুক্ত হয় নগরীর বন্দরবাজার, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকার ফুটপাত। তবে ঈদের আমেজে হকার ও মৌসুমী ব্যবসায়ীরা পুনরায় দখল করে নেন ফুটপাত। ফলে ঈদের পর গতকাল রবিবার আবারও ফুটপাত দখলমুক্তকরণ অভিযান চালান মেয়র আরিফ। গতকাল রবিবার দুপুরে নগরীর বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুটপাত থেকে হকার ও মৌসুমী ব্যবসায়ীদের উচ্ছেদ করেন মেয়র।
উল্লেখ্য, গত ১৭ মে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ আদালতে ফুটপাত নিয়ে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে গত ২৫ মে সিলেট মুখ্য মহানগর হাকিম মো: সাইফুজ্জামান হিরো সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ফুটপাতের দখলদার ও দখলদারদের নেপথ্যের প্রভাবশালীদের নাম জানাতে নির্দেশ দেন। এ রকম অবস্থায় ২৮ মে বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দদের নিয়ে জরুরী বৈঠকে বসেন মেয়র আরিফুল হক চৌধুরী। বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী, কাউন্সিলরবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক নেতা, আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ফুটপাত দখলমুক্ত করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে মেয়র আরিফুল হককে সভাপতি ও কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে সদস্য সচিব করা হয়।