নগরী থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। তাদের একটি টিম সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃত উজ্জল ওসমানীনগর উপজেলার বড় হাজিপুর গ্রামের হাসিম উল্লাহ’র ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। তিনি জানান- সিলেট কোতোয়ালি থানায় উজ্জলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা (এফআইআর নং-৩২/৪৩১, তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ধারাঃ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪/৩৪) রয়েছে। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

গোলাপগঞ্জ উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সোমবার সকালে গোলাপগঞ্জ থানার দাঁড়ীপাতন চত্বর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ থানার পিরেরচর এলাকার মৃত ইলিয়াছ আলীর ছেলে মাখন মিয়া (৪৫) এবং জকিগঞ্জ থানার গুটারগ্রাম এলাকার মৃত মোতাহের আলীর ছেলে সাবুল আহমদ (৪০)। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা হরলাল সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা।
সভায় উপজেলার লীজ বহির্ভুত বালু পাথর উত্তোলন বন্ধ ও মাদকের বিরুদ্ধে কটুর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ এবং পৃথক অভিযানে অবৈধ পন্থায় বালু পাথর উত্তোলন ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা, মামলা ও মালামাল আটক করা হচ্ছে বলে জানানো হয়। তাছাড়া ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসীর সাথে মতবিনিময়ের কথা জানান ইউএনও। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে মোবাইল কোট পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়। এসময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বক্তারা। তাছাড়া ৫ আগষ্টের পরে সাদাপাথর লুটপাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মামলায় ৫জন আসামী গ্রেফতারে পুরো বিভাগে প্রশংসনীয় উদ্যোগ বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফরহাদ আহমেদ, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: কামরুজ্জামান রাসেল, উপজেলা শিক্ষা অফিসার টিটু কুমার দে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা আনসার ও বিডিপি অফিসার সেলিনা আক্তার, গ্রাম আদালতের সমন্বয়ক গীতা রানী মোদক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদিউজ্জামান, উপজেলা এলজিইডি অফিসার আসিফ খান রাবি, উপজেলা সমাজ সেবা অফিসার আবু সাইদ, মহিলা বিষয়ক অফিসার শিবলী আতিকা তিন্নি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খোর্শেদ আলম প্রধান প্রমুখ।

আসিফ-নাহিদকে সঙ্গে নিয়ে গণভবন পরিদর্শনে ড. ইউনূস

কাজির বাজার ডেস্ক

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি হিসেবে গণভবনে দ্রæত জাদুঘর নির্মাণ করতে বলেছেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জাদুঘরে তার (শেখ হাসিনার) দুঃশাসনের সময়কালের স্মৃতি এবং তাকে উৎখাতের সময় জনগণের ক্ষোভের চিহ্নগুলো থাকা উচিত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরপর লাখো জনতা গণভবনে হামলা চালায়।
বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতি এঁকে দেয়।
প্রধান উপদেষ্টা বলেন, গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত, যেখানে (আয়নাঘর) হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শতশত ভিন্নমতের ও বিরোধী নেতাকর্মীদের আটকে রাখত।
(গণভবন জাদুঘর) পরিদর্শনে যারা আসবে, আয়নাঘর তাদের গোপন বন্দিশালার নির্যাতনের কথা মনে করিয়ে দেবে, বলেন তিনি। অধ্যাপক ইউনূস অপর তিন উপদেষ্টাকে জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চ‚ড়ান্ত করতে বলেন তিনি। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, হাসিনা শাসনের ২০০৯ সাল থেকে সব অপকর্ম জাদুঘরে যতœ সহকারে সংরক্ষণ করা হবে। বিভিন্ন দেশে বিপ্লব ও বিদ্রোহের স্মরণে বিভিন্ন স্মৃতিস্মারক কিভাবে নির্মাণ করা হয়েছে, তা জানতে অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

ছাতকে আ.লীগ নেতা গ্রেফতার

ছাতক প্রতিনিধি

ছাতকে আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিমকে লক্ষীবাউর বাজার থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে।
তিনি, উপজেলার নোয়ারাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও আসাদনগর বেতুরা গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আব্দুর রহিম। জানাগেছে সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলার আসামী তিনি। থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে আটক ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় হস্তান্তর

স্টাফ রিপোর্টার

বিমানে খাবার চেয়ে সময়মতো না পেয়ে হট্টগোল করেছেন এক ব্রিটিশ নাগরিক। কর্তৃপক্ষের অভিযোগ- বিমানের যাত্রী, ক্রু ও পাইলটের সাথে অসদাচরণ করেছেন ওই যাত্রী। পরে বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। পুলিশ দুপক্ষের বক্তব্য শুনে জিডি’র মাধ্যমে ঐ ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দিয়ে দেয়। সোমবার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ-২০৮ ফ্লাইটে করে সিলেটে আসা যাত্রী ফয়েজ আহমেদ উড়ন্ত অবস্থায় কয়েকজন যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ভুক্তভোগিরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমন কি বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এসময় বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফয়েজকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ফয়েজের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান- বিমানে যাত্রী, ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ নামের ওই যাত্রীকে আটক করে থানা পুলিশের কাছে দেওয়া হয়েছে। মো. হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সাথে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রী বিমানের কেবিন ক্রুদের উপর হাত তুলেছেন। অভিযুক্ত যাত্রী বাংলাদেশি বংশো™‚¢ত ব্রিটিশ নাগরিক। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান- ফয়েজ আহমদের অভিযোগ- তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রু-দের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এসময় ক্রু-দের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়। ওসি আরো বলেন- এ ঘটনা কেবিন ক্রু’র পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা দুপক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

 

সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে দক্ষিণ সুরমায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়। এতে জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বক্তাগণ নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, নারীদেরকে স্বাবলম্বী হতে নানাবিধ প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। তাছাড়া সরকার নারীদেরকে স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, সুশিক্ষিত নারীরা বিভিন্ন প্রশিক্ষণ করে পুরুষের পাশাপাশি কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অনুসরণ করলে তাঁদের উন্নয়ন ও সাফল্য দ্রæত হবে। সম-অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়ে তিনি আরো বলেন, পরিবার থেকে নারীর প্রতি যেন কোন বৈষম্য না হয় সে বিষয়ে সচেতন থাকা আবশ্যক। অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ যত বাড়বে, নারীর ক্ষমতায়নও তত বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
জেলা তথ্য অফিসের আয়োজিত এ সভায় বক্তারা সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

আনোয়ারুজ্জামান, নাদেল, রণজিতসহ ২৪৩ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

স্টাফ রিপোর্টার

সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের মিছিলে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় কোতোয়ালী থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বালাগঞ্জের খুজগীরপুর গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে মো. আবদুস ছালাম টিপু বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বাদি টিপু বর্তমানে নগরীর লামাবাজারে বসবাস করেন। মামলায় সিসিকের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ও এডভোকেট রণজিৎ সরকারসহ ৪৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাত সোয়া ১২টার দিকে কোতোয়ালি থানায় দÐবিধির ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ ধারায় এ মামলাটি রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক।
মামলায় প্রধান আসামি করা হয় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। এছাড়া এজাহারনামীয় অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের স্বোক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল (৫০), সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা (৫০) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার (৫৫), সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক (৪৫), জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদ ((৪৫), সিলেট সিটির ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ (৪০), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিযুষ কান্তি দে (৪৫), মাহি উদ্দিন সেলিম (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান (৪৮), জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম (৩৫), সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (২৮), মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ (৩২), নাসির উদ্দিন ওরফে জালি নাসির (৪০), ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম (৩০), নগরীর চালিবন্দরের রুহুল আমিন শিপলু (৩৫), জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান (৪২), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ (৫০), মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ ওরফে ইউনিক শামীম (৫০), মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার (৩২), মহানগর আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রজতকান্তি গুপ্ত (৫৫), মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু (৪৫), সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ (৩৩), মোগলাবাজারের মনসুর আহমদ চৌধুরী (৩৮), সাঈদ আহমদ চৌধুরী (৩২), শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি তারিকুল ইসলাম তারেক (৩৬) প্রমুখ।
এজাহারের উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার প্রতিবাদে ১৯ জুলাই বেলা সোয়া ২টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারের ডায়াবেটিকস হাসপাতালের প্রধান ফটক থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করার উদ্যোগ নেয়। এসময় মধুবন মার্কেটের সামনে থাকা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ক্যাডাররা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘিরে ফেলে। একপর্যায়ে আসামিরা বন্দুক, কাটা রাইফেল ও শর্টগান দিয়ে গুলি ছোড়ে। অনেকেই আহত হন। আসামির ছোড়া গুলি বাদির বাম চোখে লাগে। তিনি গুরুতর জখম অবস্থায় ঢাকায় চিকিৎসা নিয়েছেন। ভারতে গিয়ে চোখের অপারেশন করিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল তরুণদের শক্তি এবং তাদের আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। ১৯৭৮ সালে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়া এ দল প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের যুবসমাজকে সংগঠিত করে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা রক্ষায় অবিচলভাবে কাজ করছে। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা ছিল যুবদলের। সারাদেশে বিগত জুলাই-আগস্ট আন্দোলনে যুবদলের অনেক নেতাকর্মী শহীদ ও আহত হয়েছেন। এখন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানের লক্ষে সারাদেশের ন্যায় সিলেটেও সুসংগঠিত ও শক্তিশালী হচ্ছে যুবদল সহ জাতীয়তাবাদী শক্তি। বক্তারা তারেক রহমানের দিকনির্দেশনায় আসামীর যেকোন আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক।
সমাবেশে প্রদান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন টিপু, সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বাদল, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলা, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম, মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কারুজ্জামান হেলাল, জেলার সাংগঠনিক সম্পাদক মসরুল রাসেল।
এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা ও মহানগর যুবদল এবং এর অধীন ১৩টি উপজেলা, ৫টি পৌর ও ৪২ টি ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

এসআইইউ ইংরেজি বিভাগের নবীন বরণ জ্ঞানের বহুমাত্রিকতায় ছড়িয়ে দিতে হবে

এসআইইউ ইংরেজি বিভাগের নবীন বরণ
জ্ঞানের বহুমাত্রিকতায় ছড়িয়ে দিতে হবে

কথা-কবিতা আর সুরের মূর্ছনা দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। ইংরেজি বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক স্বাতী রানী দেবনাথ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিনার মিয়া এবং শান্তা মনির যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাকারিয়া আহমদ ও সানজিদা সুলতানা জুঁই। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর আশরাফুল আলম বলেন, ইংরেজি সাহিত্যের পাঠ মানে শুধু একটি ভাষা শেখা নয়, বরং এটি একটি জীবনদর্শন, একটি বিশাল জ্ঞানের দিগন্তে প্রবেশের দরজা। আমাদের সাহিত্যের পাঠ শুধু শব্দ ও বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আপনাদের মননশীলতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলীকে জাগ্রত করবে। ইংরেজি বিভাগের আয়োজনকে ব্যাতিক্রমী আখ্যা দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যে শিক্ষা জীবনের নতুন ধাপে আপানারা প্রবেশ করেছেন, তা কেবল একজন শিক্ষার্থী হওয়ার পরিচয় বহন করে না। বরং আপনারা এখন একটি নতুন দায়িত্ব ও পরিচয়ের অংশীদার। ইংরেজি বিভাগের দক্ষ ও মেধাবী শিক্ষকদের তত্বাবধানে এই শিক্ষা জীবন আপনাদেরকে ভবিষ্যতের একজন সৃজনশীল এবং মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবে।
আলোচনা শেষে নবীনদের স্বাগত জানিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অংশ গ্রহণ করেন ইমরান আহমদ, সানজিব, নিয়াজ, তাইবা ফেরদৌসী মিম, উম্মে সালমা, জয় চক্রবর্তী, অয়ন বড়ুয়া, সাইমুর চৌধুরী, শ্রবণা আচার্য্য এবং প্রভাষক সাইফুল ইসলাম ও প্রভাষক অনামিকা সাহা। প্রাণোচ্ছল এ আয়োজনে ইংরেজি বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। বিজ্ঞপ্তি