আখাউড়া ইমিগ্রেশনে শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের পিয়াস দাস (৩৪) নামে এক ইউপি সদস্য আটক হয়েছেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়। আটক পিয়াস সদর ইউপি’র ৫নং ওয়ার্ডের সদস্য। আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে যাওয়ার জন্য বুধবার দুপুরে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন।
শ্রীঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের রিকুইজিশন মূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১নং আসামি।

ওসমানীনগরে সাড়ে ১১লক্ষ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

ওসমানীনগর সংবাদদাতা

ওসমানীনগরে প্রায় সাড়ে ১১লক্ষ টাকা মূল্যের ১শ ৯৮বস্তা ভারতীয় অবৈধ চিনি পাচারকালে চিনিসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪) ও দক্ষিণ সুরমা উপজেলার কদমতলি গ্রামের রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩)। ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। আটককৃতরা জব্দকৃত চিনির মালিক জৈন্তাপুর থানার হরিপুর গ্রামের ছৈফ উল্লাহ’র ছেলে বেলাল আহমদ (৪৮) বলে স্বীকার করলে তাকেসহ অজ্ঞাত আরো ৪/৫জনকে মামলার আসামি করা হয়েছে।
জানা যায়, মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকবর্তি (ট্রাক নং ঢাকা মেট্রো ট-২২-৯১৩৫) চিনিসহ তাদের গ্রেফতার করে। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নতুন ভোটার তালিকা তৈরিতে সময় লাগবে ১০ মাস

কাজির বাজার ডেস্ক

একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ হবে যথাযথ ভোটার তালিকা প্রণয়ন করা। এর জন্য ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অক্টোবরের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। দ্রæত সময়ে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপও বাড়ছে। নির্বাচন আয়োজনের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত শীর্ষ সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, সাধারণত প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতিকে অবহিত করার মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তবে, নির্বাচন কমিশন বর্তমানে কার্যকর না থাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়কে এই প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে ২০২৫ সালের শেষ নাগাদ ভোটার তালিকা তৈরি হতে পারে। জানা গেছে, তথ্য সংগ্রহের জন্য কমপক্ষে এক মাস, নিবন্ধন করতে সাত থেকে আট মাস, খসড়া তালিকার জন্য ১৫ দিন এবং ভোটারদের মতামত ও আপত্তি নিষ্পত্তির জন্য আরও ১৫ দিন সময় লাগবে। এই প্রক্রিয়া শুরু করতে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং কমিশন গঠনের জন্য প্রয়োজন হবে সার্চ কমিটি। ২৯ অক্টোবর এই সার্চ কমিটি গঠন করা হয়েছে।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রণয়ন, তত্ত¡াবধান, নির্দেশনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২ অনুযায়ী, কমিশন নিয়োগে গঠিত সার্চ কমিটির সচিবালয় হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করবে।
মঙ্গলবার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আপনাদেরকে আমি একটি বিষয় বলতে পারি, আমাদের সরকারের নির্বাচনমুখি যাত্রা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। আমি যতদূর জানি, প্রধান উপদেষ্টা এই বিষয়ে প্রজ্ঞাপন সই করে দিলেই আজ-কালের মধ্যে আপনারা এটি জানতে পারবেন। সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে।’ এরপর রাতে ঘোষণা আসে, হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান করে নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। আসিফ নজরুল আরও বলেছিলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন হয়ে গেলে ‘এরপর ভোটার তালিকা করা হবে।’ বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ, যার মধ্যে পুরুষ প্রায় ছয় কোটি ২১ লাখ, নারী পাঁচ কোটি ৯৭ লাখ এবং তৃতীয় লিঙ্গের ৯৩২ জন। নির্বাচনসংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, অন্তর্র্বর্তী সরকার একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে একটি নতুন ভোটার তালিকা তৈরি করতে চায়। ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, প্রতি বছর এই তালিকার হালনাগাদ করা হয়। তবে, জনগণের চাহিদার বিবেচনায় ভিন্ন পথে হাঁটতে চাইছে সরকার।
ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে এই বার্ষিক হালনাগাদ বাধ্যতামূলক। তবে, বিশেষ সংশোধনের এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। সে হিসাবে, আগামী বছরের ২ মার্চের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা চ‚ড়ান্ত করতে আইনি বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের। ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদের জন্য ১৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

শাবি শিক্ষার্থীদের মোবাইল এপস সেবা চালু

শাবি প্রতিনিধি

টিউশন পেতে ভোগান্তি দূর করতে কমিশনমুক্ত টিউশন মোবাইল এপস সেবা চালু করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকাল সাড়ে চারটায় প্রশাসনিক ভবন-১ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শাবি শিক্ষার্থী মো. নাইম সরকারের সভাপতিত্বে ও নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম।
উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়্যারউদ্দীন চৌধুরী বলেন, শাবিপ্রবির শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের মেধার পরিচয় দিয়ে আসছে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক জায়গায়। শিক্ষার্থীরা যেন টিউশন করতে ভোগান্তির শিকার না হয় তার জন্য এই উদ্ভাবনকে সাধুবাদ জানাই। এসময় তিনি শিক্ষার্থীদের একাডেমিকভাবে ভালো করার পরামর্শও দেন। এপসটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সেলিম রানা। এপসটির মাধ্যমে শিক্ষার্থীরা বিনা ভোগান্তিতে কমিশনমুক্ত টিউশন সেবা পাবেন বলে সেলিম রানা জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসাইন, অধ্যাপক ড. মো ইকবাল হোসাইন, কর্মকর্তা- কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

কেজি দরে বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া আম্বরখানায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার

সিলেটে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে কেজি দরে। এছাড়া অন্যান্য সবজির দামও চড়া। তবে বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রির দায়ে এক সবজি বিক্রেতাকে জরিমানা করে বাজার মনিটরিং টাস্কফোর্স। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান পরিচালনা করে মোট ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় বিক্রেতাদের এই জরিমানা জরিমানা করা হয়।
সিলেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ’র নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন কৃষি বিপণন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, বাজারের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। দুপুর থেকে আম্বরখানা সহ তার এরন আশপাশের বাজারে আমরা ছয়টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দাম রাখা এবং ক্রয় রশিদ না দেখাতে পারায় মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্যপণ্যের অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে সবজী, মাছ, মাংসসহ সব বাজারে এই অভিযান অব্যাহত থাকবে।

পীরেরবাজারে লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার

চিনি, কসমেটিক্স, কাপড় ও সিগারেটসহ বিভিন্ন ধরণের পণ্যের পর এবার সিলেটে ধরা পড়েছে ভারতীয় কম্বলের চালান। পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলের চালান জব্দ করে। এসময় ২ জনকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পীরেরবাজার পাম্পের সামনে পিকআপ ভ্যানটি আটক করে ভারতীয় কম্বলের চালানটি জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বটেশ্বর থেকে পীরেরবাজারের দিকে যাওয়ার সময় একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দেয় পুলিশ। কিন্তু পিকআপটি সিগন্যাল না মেনে দ্রæত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পীরেরবাজার পাম্পের সামনে গাড়িকে আটক করা হয়। এসময় পিকআপের ভেতর থেকে ১৯টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। এসময় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন- জৈন্তাপুর উপজেলার ময়নাহাটি গ্রামের মতিন মিয়ার ছেলে ইমরান (২৪) ও একই উপজেলার কামাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২৫)। এ ঘটনায় গাড়ি চালক জৈন্তাপুর থানার ছামাদ (৩২) পলাতক রয়েছে।

টাকা না পেয়ে শিবগঞ্জ ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা

স্টাফ রিপোর্টার

ব্যাংকে টাকা নেই। তাই টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। সম্প্রতি এমন ভোগান্তিতে পড়া গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ভিড় করেন গ্রাহকরা। এসময় টাকা না পেয়ে উত্তেজিত গ্রাহকরা কর্মকর্তাদের ভেতরে রেখে ফটকে তালা দেন।
ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে ব্যাংকে ৮ লাখ জমা দিতে এলে ঠিকই জমা নিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে এলে ৩ হাজার টাকার ওপরে আর দিচ্ছে না। এর বেশি টাকা উত্তোলন করতে পারবো না, এটা কীভাবে সম্ভব। এটা ব্যাংক না ডাকাতদের কারখানা? ব্যাংক কর্তৃপক্ষ যদি এ সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন। অথচ জমা ও লোন দুটোই নিচ্ছে এবং দিচ্ছে।
তালা ঝোলালেন কেন প্রশ্নে ক্ষোভের সুরে তিনি বলেন, আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি? আমাদের টাকা না দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি। আমাদের মা-বোন প্রতিদিন টাকা জমা রাখেন, পরদিন ব্যাংক কর্তৃপক্ষ বলে ব্যাংকে টাকা নেই।
আরেক গ্রাহক ইফজালুর রহমান ইফজাল বলেন, ভাই আমি অসুস্থ। আমি ভারতে যাব চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার ৩ হাজার টাকার ওপরে দিচ্ছে না। ব্যাংক ম্যানেজার জানান ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি এখন চিকিৎসা না করাতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম?
এ ব্যাপারে জানতে চাইলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সাব্বির হাসান বলেন, ব্যাংকের তারল্য সংকটের কারণে গ্রাহকদের চাহিদামতো টাকা দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা এটি সমাধানের চেষ্টা করছেন। তিনি বলেন, তারল্য সংকট কাটিয়া ওঠার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছেন, যাতে ব্যাংকগুলোকে সহায়তা দিয়ে সংকট কাটিয়ে ওঠা যায়। গ্রাহকদের বিষয়টি সমাধানে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গ্রাহকদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আমাদের অবস্থান থেকে উ™‚¢ত পরিস্থিতির সমাধান দেওয়া সম্ভব না। যারা লাখ টাকার চেক নিয়ে আসছেন টাকা উত্তোলনে, তাদের ১০ হাজার কিংবা এরচেয়ে কম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। অবশ্য বিষয়টি দ্রæতই সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে তলব করা হয়। প্রশাসনের লোকজন এসে গ্রাহকদের বুঝিয়ে ব্যাংকের তালা খুলে দেন।

পূর্ণকালীন প্রশাসক বসছে পৌরসভা-সিটি কর্পোরেশনে

কাজির বাজার ডেস্ক

জনপ্রতিনিধি অপসারণের পর সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভায় সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জনগণের সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভ‚মি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।
বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, ‘আমরা বুঝতে পারছি, সাময়িক একজন প্রশাসক দিয়ে এত বড় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা পৌরসভার সেবা দেওয়া সম্ভব নয়। এখানে সার্বক্ষণিক দায়িত্ব ও কর্তব্য আছে। সেগুলো পালন করার জন্য সার্বক্ষণিক একজন প্রশাসকের প্রয়োজন।’
এলজিআরডি উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের মেয়াদ ৫ বছরের বদলে ৪ বছর হওয়া উচিৎ। পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভাসহ সব স্থানীয় সরকারের মেয়াদ ৫ বছরের বদলে ৩ বছর হওয়া উচিৎ।’

টাঙ্গুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক

তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে ৬টি জাল ও একটি নৌকা আটক করেছে আনসার সদস্যরা। বুধবার ভোর রাতে টাংগুয়ার হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আটক করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা আটক করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফিট বেড় জাল ও একটি নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটককৃত জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

সুনামগঞ্জে নৃশংসভাবে মা-ছেলে খুন

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জে নৃশংসভাবে খুন হওয়া মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পৌর শহরের হাছননগর এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত দুজন হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ আহমেদ (২০)। মিনহাজ সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র। যে বাসায় এই ঘটনাটি ঘটেছে, সেটি এক লন্ডনপ্রবাসীর।
জানা গেছে, বাসার এক পাশে ফরিদা বেগম ছেলে মিনহাজকে নিয়ে থাকতেন। ফরিদা বেগমের স্বামী জাহিদুল ইসলাম মারা গেছেন পাঁচ বছর আগে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বসিয়া খাউরি গ্রামে। বাসার অন্য পাশে থাকতেন ফরিদা বেগমের খালাতো বোন নারগিস বেগম (৬০), তার দুই ছেলে ফয়সল আহমদ (২২) ও ফাহমিন আহমদ (১৭)। ফয়সল মাদকাশক্ত বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা।
জাহিদুল ইসলামের ভাতিজা সজীব আহমদ বলেন, তিনি শহরের হুসেস বখত চত্বর এলাকায় থাকেন। সকালে ফরিদা বেগমের বাড়ির গৃহকর্মী নুর জাহান বেগম দৌঁড়ে গিয়ে তাকে ঘটনা জানান। পরে তিনি এসে ঘরের ভেতর লাশ দুটি দেখতে পান। ঘরের সামনের দিকে তালাবদ্ধ ছিল, পেছনের দরজা ছিল খোলা। ফরিদা বেগমের লাশ তার কক্ষের বিছানার ওপর এবং মিনহাজের লাশ পাশের কক্ষের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সজীব বলেন, ফরিদা বেগমের এক ছেলে ও এক মেয়ে। মেয়ে আনফা আক্তার লন্ডনপ্রবাসী। পারিবারিক কোনো কলহ ছিল বলে তার জানা নেই। মা ও ছেলে এখানে নিরিবিলি বসবাস করতেন।
গৃহকর্মী নুরজাহান (৫০) বলেন, তিনি সকাল ৮ টার দিকে এসে বাসার সামনের উঠান ঝাড়ু দেন। পরে সামনের দিকের স্টিলের গেটে সরিয়ে ফরিদা বেগমকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে বারান্দার গ্রিলের পর্দা সরিয়ে দেখেন, কক্ষের দরজা খোলা এবং মেঝেতে মিনহাজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এরপর তিনি দৌড়ে সজীব আহমদের বাড়িতে গিয়ে বিষয়টি জানান।
প্রতিবেশী ও স্বজনরা জানান, পাঁচ বছর আগে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে যুক্তরাজ্য প্রবাসী ছেলের কাছে বিয়ে দেওয়ার পর থেকে তিনি ওখানেই থাকছেন। বাসায় থাকতেন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম। সম্প্রতি খালাতো বোন নার্গিস বেগম ও তার মাদারাসা পড়ুয়া ছেলে ফাহমিদও এই বাসাতে থাকতে শুরু করেন। তিন দিন আগে ঢাকা থেকে এই বাসায় আসেন নারগিস বেগমের ছেলে ফয়সল আহমদ (৩০)। ফয়সল মাদকাশক্ত বলে জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। ঘটনার পর ফয়সল ও ফাহমিদকে পাওয়া যাচ্ছে না। ফয়সলকে ফোনেও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা। তাদের মা নারগিস বেগমকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদা বেগমের বোন ছুফিয়া আক্তার বলেন, সোমবার রাত ১০টার পরেও ফরিদা বেগমের সঙ্গে ফোনে কথা হয়েছে তার। তিনি ফোনের চার্জারের জন্য কল দিয়েছিলেন। ওই সময় বাসায় মিনহাজুলও ছিল। সকালে আত্মীয়-স্বজনরা দুর্ঘটনার খবর জানান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ফরিদার খালাতো বোন নারগিস বেগমের দুই ছেলের খোঁজ মিলছে না। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, নিজের বাসায় নৃশংস জোড়া খুনের এই রহস্য উদঘাটনে সিলেট থেকে ছুটে গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর টিম। পাশাপাশি জেলা ডিবি পুলিশও তদন্ত করছে। একইসঙ্গে পুলিশও কাজ করছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা পুলিশ সুপার আ. ফ . ম মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রæতার জেরে পরিকল্পিতভাবে এমন নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাÐের রহস্য উদঘাটনে ডিবি ও পিবিআই’র টিম কাজ করছে। আশা করছি দ্রæতই ঘটনার রহস্য উদঘাটিত হবে।