সুনামগঞ্জে আইফোনের জন্য মা-ছেলেকে হত্যা করে সপ্তম শ্রেণির দুই ছাত্র

সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জে বসত ঘরে ঢুকে মা ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দুই দিনের মাথায় রহস্য উন্মোচন হলো। আইফোনের লোভে মা ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে দাবি পুলিশের। এই ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
তিনি বলেন, হত্যাকাÐে জড়িত একজনকে ভোরে ঢাকার সাভার থেকে আটক করা হয়। আটককৃত কিশোর হত্যাকাÐে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, আইফোন চুরির জন্য বন্ধুকে নিয়ে হত্যাকাÐের ঘটনা ঘটায়। আটক হত্যাকারী অপ্রাপ্ত বয়স্ক হওয়াতে তার নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
তিনি আরো জানান, সপ্তাহ খানেক আগে ওই কিশোর ও তার এক বন্ধু মিলে নিহত মিনহাজের আইফোন ১১ মডেলের একটি মোবাইল চুরির পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে মঙ্গলবার সকালে মিনহাজের ঘরে প্রবেশ করে তারা। মোবাইল চুরির চেষ্টাকালে মিনহাজ ঘুম থেকে জেগে উঠে ঘটনা কি ঘটতে যাচ্ছে বুঝতে পাওয়ায় তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পাশে থাকা বটি দা দিয়ে মিনহাজের শরীরে দুটি কোপ দেওয়া হয়। এসময় মিনহাজ আঘাত পেয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে মিনহাজের মা ফরিদা বেগম এগিয়ে আসলে তাকে আরেকটি বটি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মা ছেলে নিহত হোন। পরে তারা ঘরে থাকা টাকা এবং স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে একজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্য জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত মঙ্গলবার জেলা সদরের এসপি বাংলো সংলগ্ন হাসননগর এলাকার একটি ঘর থেকে ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজ উদ্দিনের লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের গ্রামের বাড়ি জেলার দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। ওইদিন সকাল ৮ টার দিকে বাসায় কাজের মহিলা এসে ঘর খোলা ও মা-ছেলের লাশ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে লাশ উদ্ধার করে।

নগরীতে চুরি হওয়া মোটরসাইকেল গোয়াইনঘাটে উদ্ধার

স্টাফ রিপোর্টার

জালালাবাদ থানার দর্জিপাড়ায় নিজ বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেলটি। গ্রেফতারকৃত দুজন হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামের দুদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৩) ও জৈন্তাপুর উপজেলার ভেলুপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোস্তাক আহমদ (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, সোমবার রাতে দর্জিপাড়ার ১৮ নং বাসার গ্যারেজ থেকে মাসুদুর রহমান নামে এক যুবকের ডিসকভার মোটরসাইকেল (সিলেট-মেট্রো-হ-১৩-৩১০৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় বুধবার তিনি বাদী হয়ে কয়েকজন অজ্ঞাত চোরের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জালালাবাদ থানার উপরপাড়া এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আনোয়ার হোসেন ও মোস্তাক আহমদকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নিজাম উদ্দিনের বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- আটক দুজনকে মাসুদুর রহমানের মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

কানাইঘাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কানাইঘাট প্রতিনিধি

কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত কয়েক দিন থেকে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উদ্যোগে কানাইঘাট বাজারে ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারপরও অনেকে তাদের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে না নেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট পৌর প্রশাসক ফারজানা নাসরিন এবং সহকারী কমিশনার (ভ‚মি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ওয়াজিদ ওয়াসিফ বাজারে অভিযান চালান।
এ সময় বাজারের রাস্তার উপর থাকা সমস্ত অবৈধ দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া সহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জব্দ করে নিয়ে যাওয়া হয়। অভিযানকালে আইন অমান্য করায় পৌরসভা আইনে ২০০৯ সালের ১০৮ এর অপরাধে ১০৯ ধারায় ২২টি মামলা দায়েরের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি কানাইঘাট মাছ বাজারের পূর্ব পাশে সরকারি খাস ভ‚মি অবৈধভাবে দখল করে গড়ে উঠা শতাধিক সেমিপাকা দোকানঘর অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। পৌর শহর খ্যাত কানাইঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত এবং ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজারের পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বাচ্ছন্দ্যে বাজারে জনসাধারণকে যাতায়াত করতে দেখা গেছে। তারা প্রশাসনকে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সহ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন আহমদ, থানা পুলিশ সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা নাসরিন বলেন, কানাইঘাট বাজারকে যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে পূর্বে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। অনেকে ফুটপাত থেকে তাদের দোকান-পাট সরিয়ে নেন। তারপরও যারা আইন অমান্য করে ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বাজারের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শিবেরবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

জালালাবাদের পাগইল গ্রামে জুহা নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শিবেরবাজার এলাকার পাগইল গ্রামে এঘটনা ঘটে। সে সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের কুমারগাঁও এলাকার বাসিন্দা ও শাবিপ্রবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাবেদের একমাত্র মেয়ে ইসরাত জান্নাত জুহা (৩)।
জানা যায়, সোমবার বিকেলে মায়ের সাথে জুহা নানা বাড়ী পাগইল গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবারের সদস্যদের তল্লাশীতে পুকুর থেকে উদ্ধার করে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। বাদ আসর কুমারগাঁও ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে কবর স্থানে লাশ দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের ফুফুত ভাই খালেদ হাসান।

সিলেট সীমান্তে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছ বিজিবি।
বুধ ও বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি ও পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ ও ৩১ অক্টোবর সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ২০৪ পিস, সানগøাস ১৮০০ পিস, নিভিয়া সফট ক্রিম ৬৩০ পিস, ৩১ কেজি সার্ফ এক্সেল, মদ ৯৬ বোতল, মোটরসাইকেল ৩টি, বাংলাদেশী রসুন ২২০০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা ১২টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫ শত টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার

এয়ারপোর্ট থানা এলাকা থেকে মাদকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উমদার পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর থানার রায়হান আনোয়ার হোসেনের ছেলে আহমদ (৩৪) ও এয়ারপোর্ট থানা এলাকার মৃত আমির আলীর ছেলে আল আমিন (৩২)। আটক আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল

কাজির বাজার ডেস্ক

জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন অন্তর্র্বতী সরকারের আইন সংসদ উপদেষ্টা ড. আসিফ নজরুল। স্পিকারের পদ শূন্য থাকায় সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক কাজ পরিচালনার জন্য বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এতথ্য জানান। শফিকুল আলম বলেন, স্পিকারের আর্থিক ও প্রশাসনিক কাজ ছিল। এখন যেহেতু স্পীকারের পদটি শূন্য, সেই কাজটি কে করবে? সেই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে, আইন উপদেষ্টা আসিফ নজরুল সেটা দেখবেন। ছাত্র-জনতার গণঅভুত্থানে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এরপর থেকে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। এমতাবস্থায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সংসদ সচিবালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পরিচালনার লক্ষ্যে আইন উপদেষ্টাকে দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত হয়। এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তৈরি পোশাকখাতের শ্রমিকরা যে আন্দোলন করছে, সেটাকে সরকার কোন ষড়যন্ত্র হিসেবে দেখছে না। দেশে গণঅভুত্থানের পরে অনেক কারখানার মালিক পালিয়ে গেছেন, ফলে ওইসব কারখানা বেতন দিতে পারছে না। সেখানে আন্দোলন হচ্ছে। আগেও এরকম কিছু কারখানায় আন্দোলন চলতো। এই আন্দোলনকে সরকার কোন ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হিসেবে দেখছে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, এই মুহ‚র্তে তৈরি পোশাকখাতের ৯৯ শতাংশ কারখানা চালু আছে।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সরকার যে সার্চ কমিটি করেছে, তারা নিরেপক্ষ ও দক্ষ ব্যক্তিদের খুঁজে বের করবেন বলে আশা প্রকাশ করেন শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে নির্বাচন আয়োজনের কাজ শুরু হয়ে যাবে।
ঢাকা নগরীর যানজটের আশু সমাধানের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, গত ১৫ বছর দেশে কুশাসন এমন পর্যায়ে ছিল যে কেউ তখন কোন ধরনের আন্দোলন করতে পারেনি। এখন তারা ভাবছেন অন্তর্র্বতী সরকার জনগনের সরকার, ফলে অনেকে এখন তাদের দাবি নিয়ে মাঠে আন্দোলন করছে। তবে যানজনট নিরসনে বর্তমান সরকারের চেষ্টার কোনো কমতি নেই। উপদেষ্টা পরিষদে যানজট নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

গ্রাম আদালতের সেবা কার্যক্রমকে তৃণমূলে পৌঁছে দিতে প্রয়োজন ব্যাপক প্রচার প্রচারণা: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, গ্রাম আদালতের সেবা কার্যক্রমকে তৃণমূলে পৌছে দিতে হবে। এ জন্য প্রয়োজন ব্যাপক প্রচার প্রচারণা। বিশেষ করে গ্রাম আদালতের সেবা নিয়ে সাধারণ মানুষ যাতে সন্তুষ্ট থাকেন সে বিষয়টিকে নজর দিতে হবে। তিনি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব ও হিসাব সহকারীদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে অবগত করতে হবে। যাতে করে তারা বিচারপ্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারেন। সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে নানা সুপারিশমালা তুলে ধরেন। একইসাথে গ্রাম আদালতের দুর্বলতাগুলোও সভায় তুলে ধরেন অংশীজনরা। সভার শুরুতে সবাইকে স্বাগত জানান স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। একইসাথে তনি বাংলোদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থামূহের ভ‚মিকা বিষয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য বর্ণনা করেন।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার বিশে^শ^র সিংহ, উপ পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় মো. আব্দুর রফিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সহকারী জেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন, বø্যাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট সত্যজিত কুমার দাস, আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ডার তানিয়া আক্তার, এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, এডাব সিলেটের সমন্বয়কারী বাবুল আখতার, আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরীসহ স্থানীয় পর্যায়ে আইনি সেবা প্রদান কারী প্রতিষ্টানের প্রতিনিধি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

বিয়ানীবাজারে নারীসহ দুই জনের লাশ উদ্ধার

বিয়ানীবাজার সংবাদদাতা

বিয়ানীবাজারের প্রত্যন্ত পল্লী থেকে পৃথক দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চারখাই ও লাউতা ইউনিয়ন এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, চারখাইয়ের পইলগ্রাম থেকে নিশা বেগম (২৪) নামে এক নারীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। মাত্র ৭ মাস পূর্বে ওই নারীর বিয়ে হয়। তিনি কাকরদিয়া গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী। বুধবার রাতের কোন এক সময়ে বাবার বাড়িতে ফাঁস দেয় সে।
এদিকে লাউতার জলঢুপ দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের আশ্রয়ণ প্রকল্পে জুবের আহমদ (৩৫) নামের আরেক যুবকের লাশ পাওয়া গেছে। তিনি আব্দুর রহীমের ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা পৃথক ঘটনার তদন্ত করছি।

গণঅভ্যুত্থান নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করে জাতীয় মুক্তির সূচনা করেছে -অধ্যাপক মোহাম্মদ শফিক

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহŸায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণ ও গণবিদ্রোহ বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র পুনঃনির্মান ও পুনর্গঠনের অধিকতর সুযোগ এনে দিয়েছে। এই গণঅভ্যুত্থান নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করে জাতীয় মুক্তির সূচনা করেছে। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের প্রশ্নটি সমগ্র বাংলাদেশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অভিপ্রায় অনুযায়ী অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হওয়ায় অভ্যুত্থানের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। অবিচার, বৈষম্য ও অপশাসনের বিরুদ্ধে এক নতুন বাংলাদেশের উত্থান-পর্বের সূচনা ঘটেছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এক নতুন জাগরণ ঘটেছে। তিনি আরো বলেন, শাসনকাঠামো ও শাসনপদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। বিদ্যমান ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ও সমাজশক্তির অংশীদারিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে, যা মূলত কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে। শুধুমাত্র দলীয়গণতন্ত্র দিয়ে বিদ্যমান সমাজের গণআকাক্সক্ষা পূরণ করা আর সম্ভব হচ্ছে না। এই জন্য দল কেন্দ্রিক গণতন্ত্রের পরিবর্তে আরও সম্প্রসারিত বা অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প রাজনীতি-মডেল বাস্তবায়ন করতে হবে। ‘অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করাই হচ্ছে-ছাত্র জনতার অভ্যুত্থানের মূল আকাক্সক্ষা। এই ধরনের রাজনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্রকে অন্তর্ভুক্তিমূলক করবে এবং সমাজের সকল অংশের মানুষের আত্মবিকাশের সমান সুযোগ নিশ্চিত করবে।
তিনি বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এর ৫২ প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক ছাত্র-জনতার অভ্যুতানের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্র ভিত্তিক প্রজাতন্ত্র কায়েম কর এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা শাখার যুগ্ম আহŸায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে ও প্রবাসী নেতা চৌধুরী শাহেদ কামাল টিটুর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, সিলেট জেলার সদস্য আব্দুল গফফার সুইট, রিয়াজ উদ্দিন আহমদ, আব্দুল মুজিব, মাসুক আহমদ, নাদিম আহমদ টিটু প্রমুখ।