তামাবিল সীমান্তে ইউপি চেয়ারম্যান আটক

কে.এম লিমন গোয়াইনঘাট

সিলেটের তামাবিল স্থলবন্দরের আইসিপি দিয়ে ভারতে গমনের সময় আইসিপিতে কর্মরত বিজিবি সন্দেহজনক ভাবে এক ইউপি চেয়ারম্যানকে আটক করে। শুক্রবার দুপুরে তাকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের হাতে সোপর্দ করে বিজিবি। আটককৃত ব্যাক্তি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের বতর্মান চেয়ারম্যান মোঃ নোমান হোসেন। বিজিবি ও পুলিশ সূত্রে জানাযায় ভারতগামী যাত্রী তামাবিল ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিজিবির চেকপোষ্টে যাওয়ার পর বিজিবি কতৃপক্ষের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা রয়েছে। উক্ত মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। পুলিশের নিকট হতে জানা যায় জামিনে থাকা আসামি বিদেশে গমন করতে পারবেন না।
তার বিরুদ্ধে অন্য কোনো মামলার তথ্য জানা যায়নি এবং দলীয় কোনো পদ-পদবী নেই। তবে অধিকতর তদন্তের স্বার্থে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি জানান যে ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালন প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ বহির্গমন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সিলেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে সন্ধানী সিলেট ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। কর্মসূচির মধ্যে রয়েছে, র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, বিশেষ চক্ষুসেবা, বøাড গ্রæপিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদাতা সম্মাননা প্রদান। শনিবার, ২ নভেম্বর জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এবার দিবসের প্রতিপাদ্য- এসো প্রাণের ছোঁয়ায় গড়ি রক্তের বন্ধন চোখের জ্যোতি হয়ে উঠুক প্রাণের স্পন্দন।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, শনিবার কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান, সিলেট সিভিল সার্জন কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ, ২-৬ নভেম্বর হাসপাতালের চক্ষু বহির্বিভাগে বিশেষ চক্ষুসেবা সপ্তাহ পালন, ৩ নভেম্বর সরকারি আলিয়া মাদরাসায় রক্তদানে উ™‚¢দ্ধকরণ ও স্বেচ্ছায় রক্তদান, ৪ নভেম্বর বøাড গ্রæপিং কার্যক্রম পরিচালনা, ৫ নভেম্বর ভোলানন্দ নৈশ উচ্চবিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৬ নভেম্বর আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা প্রদান।
এর আগে, গত বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সন্ধানী ওসমানী মেডিকেল কলেজ শাখার সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, সংস্থার কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি সিওমেকহা জোনের সাধারণ সম্পাদক ডা. জাবেদ মিনহাজ ছিদ্দিকী, সিওমেক ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি মো. জাকারিয়া হোসেন, সিওমেক ইউনিটের সভাপতি মো. মারুফ হাছান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন রাকিব ও সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান নোমান। মতবিনিময় সভায় বক্তারা জানান, বর্তমানে বাংলাদেশে মোট ৩৬টি মেডিকেল কলেজে সন্ধানীর ইউনিট চালু আছে। এটি মূলত মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। সন্ধানীর নানা কার্যক্রমের বর্ণনা দিয়ে তারা জানান, সাধারণ মানুষের মধ্যে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়। সন্ধানী অফিসে বিনিময়ের মাধ্যমে রক্ত সংগ্রহ করে থাকে। রোগীর কোনো সুস্থ আত্মীয় অন্য গ্রæপের এক ব্যাগ রক্ত দিলে এর বিনিময়ে রোগীকে তার চাহিদা অনুযায়ী গ্রæপের রক্ত সংগ্রহ করে দেওয়া হয়। গরিব ও অসহায় রোগীদের জন্য সন্ধানী থেকে রক্ত সংগ্রহ করে দেওয়া হয়। এছাড়া থ্যালাসেমিয়া রোগীদেরও বিনা শর্তে রক্ত দেওয়া হয়ে থাকে সন্ধানী।
সন্ধানী আরও জানায়, স্বেচ্ছায় রক্তদানকারীকে ডোনার কার্ড দেওয়া হয়ে থাকে। এই কার্ড সন্ধানীর যে কোনো ইউনিটে দেখালে তাকে রক্ত বিনিময় ছাড়া এক ব্যাগ রক্ত সংগ্রহ করে দেওয়া হয়।
এছাড়া সন্ধানী অফিসে অথবা বøাড গ্রæপিং কর্মসুচির মাধ্যমে বøাড গ্রæপ নির্ণয় করা হয়। অনেক সময় বিনামূল্যে বøাড গ্রæপিং কর্মসূচির আয়োজন করা হয়।
সন্ধানীর কর্মসূচির মধ্যে আরও রয়েছে মরণোত্তর চক্ষুদান কার্যক্রম। স্বপ্রণোদিত হয়ে মৃত্যুর পর চক্ষুদানের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়। যাতে ভবিষ্যতে তার চোখের কর্নীয় অন্য কেউ ব্যবহার করতে পারেন।
ভ্যাকসিনেশন কার্যক্রমের মধ্যে রয়েছে হেপাটাইটিস বি’ ভ্যাকসিন, জরায়ুমুখের ক্যান্সার ভ্যাকসিন, টিটেনাস ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, জলাতঙ্ক ভ্যাকসিন ইত্যাদি দেওয়া হয়। এছাড়া বিভিন্ন স্থানে ভ্যাকসিনেশন ও ভ্যাকসিনেশনের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ভিতরে ভ্যাকসিন গ্রহণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে প্রতিষ্ঠানটি।
ড্রাগ ব্যাংকের কার্যক্রমও রয়েছে সন্ধানীর। সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের ড্রাগ ব্যাংকের নাম ‘অধ্যাপক ডা. আব্দুল হাকিম ড্রাগ ব্যাংক’।
এই কার্যক্রম সম্পর্কে সন্ধানী কর্মকর্তারা জানান, হাসপাতালে আগত যে সব রোগী টাকার অভাবে ওষুধ কিনতে পারেন না, তাদেরকে ড্রাগ ব্যাংক থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া এই ড্রাগ ব্যাংকের অধীনে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়, যার মাধ্যমে অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকে।
এছাড়াও মেধাবৃত্তি প্রদান, শীতবস্ত্র ও শীতার্তদের কম্বল বিতরণ, বন্যার্তদের সাহায্য, রোজায় ইফতারি বিতরণ, গরীব ও অসহায়দের মাঝে সামগ্রী বিতরণ, সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের কথাও উল্লেখ করেন তারা।

কোর্ট পয়েন্টে মানববন্ধনে বক্তারা : ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে

সিলেটী প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীদের দুর্ভোগ হলে সিলেটবাসী দুর্ভোগে পড়বে সিলটী আওয়াজ ও “ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট -এর যৌথ উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত এবং সকল দেশের ফ্লাইট চালুর দাবিতে শুক্রবার বিকালে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ এ মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
সিলটী আওয়াজ ক্যাম্পেইন এর আহŸায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব এম এ মতিন এর উপস্থাপনায় মানববন্ধনে বলেন সিলেট বিভাগের প্রবাসী যাত্রীদের জিম্মি করে অনেক বেশি বিমান ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশে আসতে পারছেন না। এ দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। বক্তব্য রাখেন সিলটী আওয়াজ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে’র সদস্য সচিব আলহাজ্ব এম এ রব, সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহŸায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ. হান্নান, সাংবাদিক এম.এ মতিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, এফবিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিটেল বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ বদরুল আলম, সুজন সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিলেট ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম প্রমূখ।
জিয়াউর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ যথাক্রমে আব্দুল মোস্তাদির, সুনির্মল সেন, মোশরফ হোসেন খান, বাবুল খান মুন্না, আশিকুর রহমান রানা, সমাজসেবক মোঃ ছয়াদ মিয়া।
মানববন্ধনে বক্তারা সিলেটবাসীর প্রাণের দাবী ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দরে রুপান্তর করা ও সিলেটের বাসা-বাড়ী, প্রতিষ্ঠান সমূহে গ্যাস সংযোগ প্রদান, আখাউড়া টু সিলেট ডাবল রেল লাইন নির্মাণ করা, সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লাইনের কাজ দ্রæত সম্পন্ন করার দাবী জানান। বিজ্ঞপ্তি

১৯ প্রতিষ্ঠান দুই ও দুই নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

কাজির বাজার ডেস্ক

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করার অভিযোগে ১৯টি ভারতীয় প্রতিষ্ঠান ও দুই ভারতীয় নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষিণভাবে ওই দুই ব্যক্তির নাম জানা যায়নি। বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিয়েছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
রাশিয়া, চীন, তুরস্ক, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ডের মতো ভারতের চার সংস্থাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে। অভিযোগ, এসব সংস্থা প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১২০ ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ট্রেজারি বিভাগ চিহ্নিত করেছে ২৭০ ব্যক্তি ও সংস্থাকে। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ও ৪০টি সংস্থাকে নির্দিষ্ট করেছে।
ভারতের বেসরকারি ১৯টি সংস্থার মধ্যে একটি হলো ‘অ্যাসেন্ট অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। অভিযোগ, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ মার্চ পর্যন্ত তারা রাশিয়াভিত্তিক সংস্থাকে সাত শতাধিকবার সামরিক যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্য সরবরাহ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে দুই লাখ ডলারের বেশি কমন হাইপ্রায়োরিটি তালিকাভুক্ত (সিএইচপিএল) পণ্য। এসব পণ্য যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে জরুরি।

 

দেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে

কাজির বাজার ডেস্ক

দেশের ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। এক চিঠিতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমাদ। এতে বলা হয়, বাংলাদেশে সাইবার সিকিউরিটি ইনটেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় বাংলাদেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। এই লেনদেনের মাধ্যমে সাধারণ গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন তথ্যও জানা যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের সাধারণ মানুষ তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়্যার আক্রমণের শিকারও হচ্ছে। এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পেতে ব্যাংকগুলোকে ১৭টি পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাহুবলে ৯০০ বস্তা চোরাই চিনিসহ বিপুল পরিমাণ টাকা জব্দ, আটক ৪

বাহুবল সংবাদদাতা

হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারের একটি বাসা থেকে ৯০০ বস্তা ভারতীয় চোরাই চিনি ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৪ পাচারকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে ব্যবসায়ী রহমত আলীর বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় তার বাসার নিচতলা ও দোতলা থেকে ৫১৩ বস্তা ভারতীয় চিনি এবং ৬০ কেজি জিরা উদ্ধার করা হয়। এ ছাড়াও অপর একটি স্থান থেকেই ৩৮৭ বস্তা চিনি জব্দ করা হয়। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, চোরাকারবারীরা সেখানে ভারতীয় চিনি মজুত করে বাজারে বিক্রি করত। এজন্য প্রথমে তারা ভারতীয় বস্তা থেকে চিনি বের করে দেশীয় কোম্পানি ‘ফ্রেস’-এর লোগো সম্বলিত বস্তায় ভরে সেটি সীলগালা করে দিত। পরে ফ্রেস কোম্পানির চিনি বলে বাজারে বিক্রি করা হতো। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় বস্তা সেলাই করা ও টাকা গুণার মেশিন জব্দ করা হয়েছে।

দোয়ারাবাজারে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মঠগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত মাদক কারবারিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার আজর গ্রামের রবিউল আলমের কন্যা পান্না আক্তার(২১), সুনামগঞ্জ সদর উপজেলার দুলর্ভপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র হযরত আলী(৩১) ও ইসলামপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ জামির হোসেন (৩৪)।
পুলিশ সুত্রে জানা যায়, মাদক কারবারি পান্না আক্তার, হযরত আলী ও জামির হোসেন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে সিলেট বিভাগের বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মোহন রায়, এএসআই রায়হান উদ্দিন ও এএসআই আশরাফ খানের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাও গ্রামের পারভেজ ষ্টোর দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

কাজির বাজার ডেস্ক

স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৮ পৌঁছেছে। উদ্ধারকারী দল এখনও নিখোঁজদের সন্ধান করছে। চলমান পরিস্থিতিকে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় বন্যা ভাবা হচ্ছে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্পেনের মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত মোট ১৫৮ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে এবং এ ছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চলে। সেখানে অন্তত ৯২ জনের মৃত্যু হয়েছে। ভয়ঙ্কর জলোচ্ছ¡াসে এলাকাজুড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়িগুলো পরস্পরের ওপর ভেঙে পড়েছে, গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের লাইন ভেঙে গেছে এবং মাটিতে আটকে পড়েছে ঘরের বিভিন্ন সামগ্রী।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, আমাদের অগ্রাধিকার হলো মৃতদেহ এবং নিখোঁজদের সন্ধান করা। যাতে তাদের পরিবারের দুঃখ লাঘব করা যায়।
পেদ্রো সানচেজ বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ায় জরুরি পরিষেবা এবং আঞ্চলিক কর্মকর্তাদের সাক্ষাৎ করেছেন।
বিজ্ঞানীরা এই ভয়াবহ ঘটনার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। স্পেনে ক্রমবর্ধমান তাপমাত্রা ও খরার পাশাপাশি ভ‚মধ্যসাগরের পানির উচ্চ তাপমাত্রাও এই দুর্যোগের পেছনে একটি কারণ বলে ভাবা হয়।

দোয়ারায় আ.লীগ নেতা গ্রেফতার

দোয়ারাবাজার সংবাদদাতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনরকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রাম থেকে সুনামগঞ্জ সদর মডেল থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নরসিংপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনরকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিকসহ ৯৯ জনকে আসামি করে দ্রæত বিচার আইনে মামলা করেন হামলায় আহত জহিরের ভাই।

বাস-ট্রাকের সংঘর্ষে শায়েস্তাগঞ্জে নিহত ২, আহত ২৫

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, বাসচালক রাজু মিয়া (৩৫) এবং ট্রাকচালক আজিজুল হক (৪০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রæত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি তৈমুর ইসলাম বলেন, নিহতদের পুরো পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।