সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর

মৌলভীবাজার সংবাদদাতা

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রবিবার সন্ধ্যায় তাকে মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয়। মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীমঙ্গলের একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর মৌলভীবাজার আদালতে তাকে হাজির করা হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু অ্যাকাডেমী কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। গত ৩ অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের ঢাকাস্থ উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

জৈন্তেশ্বরী বাড়ীতে সপ্তাহে একদিন মুক্ত বাজার

মুরাদ হাসান, জৈন্তাপুর

জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক জৈন্তেশ্বরী বাড়ী প্রাঙ্গণে বসা মুক্ত বাজারে কোন মধ্যসত্ত¡ ভোগীর সাহায্য ছাড়াই পণ্য বিক্রির সুযোগ পাবে বিক্রেতারা। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত থাকবে এই বাজার। নিজের পণ্য নিজে বিক্রি করুণ এই সংলাপকে প্রধান্য দিয়ে জৈন্তাপুর উপজেলা ক্ষুদ্র উদ্যোক্তা, খামারী, পরিবারিক খামার, ক্ষুদ্র বাগানের মালিকরা তাদের উৎপাদিত পণ্য এই বাজারে সরাসরি বিক্রির সুযোগ পাবেন। এছাড়া ক্রেতাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে জৈন্তাপুর মুক্ত বাজারের স্বপ্ন দ্রষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, বিভিন্ন দিক বিবেচনা করে মুক্ত বাজার চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।
তিনি বলেন-এতে করে মধ্যসত্ত¡ ভোগীদের হাত থেকে বাজার যেমন রক্ষা পাবে তাতে ক্রেতারা সুলভ মুল্যে খাঁটি পণ্যটি ক্রয় করতে পারবেন। তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলা কৃষি ও প্রাণী সম্পদের অপার সম্ভাবনার একটি জায়গা। বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় সম্প্রতি সময়ে অনেক কৃষক বিদেশি সবজি চাষাবাদ করছেন। সারাদেশে জৈন্তাপুর উপজেলার বিশেষ কিছু পণ্যের সমাদর রয়েছে যেমন জারা লেবু সহ লেবু জাতীয় বিভিন্ন ফসল। ক্রেতাদের পাশাপাশি মুক্ত বাজারকে পর্যটক ও দর্শনার্থীদের সামনে জনপ্রিয় করার চিন্তাভাবনা রয়েছে। যার ফলে জৈন্তাপুর ঐতিহাসিক স্থাপনার আশপাশে এই মুক্ত বাজারকে স্থান দেয়া হয়েছে।
তিনি আরো বলেন-শুধুমাত্র কৃষি কিংবা খাদ্য পণ্যই মুক্ত বাজারে বিক্রির প্রধান উপকরণ নয়। বরং উপজেলার অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের বানানো হস্ত শীল্প, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাতে তৈরী বিভিন্ন পণ্য মুক্ত বাজারে বিক্রির উদ্দেশ্য আনতে পারবেন।
এ বিষয়ে জৈন্তাপুর মুক্ত বাজার সাধারণ মানুষ অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে বার্তা পৌঁছে দিতে উপজেলার গণমাধ্যম কর্মীদের আহŸান জানিয়েছেন তিনি।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশ্বনাথের আহতদের সম্মান জানালো প্রশাসন

বিশ্বনাথ প্রতিনিধি

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ‚্যত্থানে আহত ও শহীদদের পরিবারের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা করেছে বিশ্বনাথ উপজেলা প্রশাসন। রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আহত ১৬জন ও তাদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক নাঈম শেহজাদ, মো. আবু সাঈদ ও নুরুল ইসলাম। আহতদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর গ্রামের আমজাদ আলী, লামাকাজীর ফয়ছল আহমদ ও মোহাম্মদপুর গ্রামের রাহিদ আহমদ।
শেষে দোয়া পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশন বিশ্বনাথের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ।
অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলওয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর এএইচএম আকতার ফারুক, সেক্রেটারি জাহেদুর রহমান, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার প্রমুখ।

শপথ নিলেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার

কাজির বাজার ডেস্ক

নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার গতকাল শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রবিবার তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভ‚ঞা। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে।
নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করা হলো। গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ‘দ্য চীফ ইলেকশন কমিশনার এন্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েনমেন্ট অ্যাক্ট, ২০২২’ এর ধারা-৩ অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ ছিলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
এই অনুসন্ধান তথা সার্চ কমিটির কাছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা নাম প্রস্তাব করেন। বিভিন্ন দলের ও সংগঠনের প্রস্তাব থেকে সার্চ কমিটি গত বুধবার ২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করেছিল। সার্চ কমিটির আহŸানে নতুন ইসি গঠনের লক্ষ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ১৭টি দল-জোট নাম প্রস্তাব করেছিল।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় গত ৫ আগস্ট। গণঅভ্যুত্থানের মুখে ওইদিন পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর এক মাস পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর দেড় মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন গঠন করা হলো।
নবনিযুক্ত সিইসি নাসির উদ্দীন সাংবাদিকদের বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয়ই ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। সে জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো।
নতুন সিইসি নাসির উদ্দীনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। ১৯৫৩ সালের ১ জুলাই তার জন্ম। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করার পর শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন ১৯৭৭ সালে। দুই বছর পর ১৯৭৯ সালে বিসিএস-এ উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
তিনি কর্মজীবনে তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরপর পরিকল্পনা বিভাগের সদস্য হয়েছিলেন। বিদ্যুৎ-জ্বালানি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি।

জগন্নাথপুরে নারীসহ ৭ আসামী গ্রেফতার

জগন্নাথপুর সংবাদদাতা

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ফৌজদারীসহ নিয়মিত মামলায় ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অনন্ত গোলাম আলীপুর গ্রামের মৃত নূর উল্লার ছেলে কাজল মিয়া (৫০), ছুনু মিয়া (৪০), আফজাল মিয়ার ছেলে শাহিনুর মিয়া (২৫), কাজল মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩০), মারফত মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (২৫), আব্দুন নূরের ছেলে দিদার আলম (২০) ও আব্দুন নূরের স্ত্রী শারবান বেগম (৪০)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের রোববার (২৪ নভেম্বর) যথাযথ পুলিশ পাহারায় সুনামগঞ্জে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দক্ষ জনশক্তিই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের সহযাত্রী -চৌধুরী মামুন আকবর

 

সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর বলেছেন, জীবনে প্রতিষ্ঠা পেতে সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। কঠোর অধ্যবসায় আর নিয়মানুবর্তিতার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর সম্পদ। এদের সঠিক পৃষ্ঠপোষকতা করে দেশের দক্ষ জনশক্তিতে পরিনত করতে হবে। দক্ষ জনশক্তিই আগামীর সমৃদ্ধ বাংলাদেশের সহযাত্রী। তিনি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিসহ তাদের মেধা বিকাশে অগ্রনী ভ‚মিকা পালনের জন্য শিক্ষক অভিভাবকদের প্রতি আহবান জানান।
তিনি রবিবার দুপুরে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে আশা’র শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশা’র এডুকেশন অফিসার হাবিবুর রহমান মাহবুব, বিএম তিপ্তী মজুমদার, শিক্ষা সুপারভাইজার মিজানুর রহমান, আব্দুল্লাহ আল হেলাল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সালেহ ইবনে শিহাব রুমেলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আশা সিলেট সদর উপজেলা ম্যানেজার মোঃ আলাউদ্দিন আলী। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ

কাজির বাজার ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সব কটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচনসহ সব নির্বাচন সরাসরি ভোটে করাসহ বিভিন্ন পরামর্শ ওঠে এসেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায়। শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সেখানে এসব প্রস্তাব ওঠে আসে।
নির্বাচনব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। তারা অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। এখন পর্যন্ত সংস্কার কমিশন কোনো প্রস্তাব বা সুপারিশ তৈরি করেনি। মতবিনিময় সভা শেষে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। এর মধ্যে আছে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে করা, শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, সব নির্বাচনই প্রত্যক্ষ ভোটে করা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ করা, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার, হলফনামার তথ্য যাচাই-বাছাইয়ের ব্যবস্থা করা, বিনা প্রতিদ্ব›িদ্বতায় যেন কেউ নির্বাচিত না হন, সে ব্যবস্থা করা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা পর্যালোচনা করছে। সবার মতামত নেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, মতবিনিময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তাব এসেছে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, তাদের একটি পরীক্ষা হবে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন হয় পাঁচটি স্তরেÑইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন আর জেলা পরিষদ। তিনি মনে করেন, এই নির্বাচনগুলো আগে হয়ে গেলে সংস্কার ঝুলে যেতে পারে। এখন স্থানীয় সরকারগুলো আলাদা আলাদা আইনে পরিচালিত হয়। কোনো সমন্বিত কোনো ব্যবস্থা নেই। স্থানীয় সরকারের নির্বাচনগুলো সব একই দিনে হওয়া উচিত এবং এ জন্য একটি সমন্বিত আইন হওয়া উচিত।

উপদেষ্টা ফরিদা আখতার : সিলেটের বন্যা মোকাবিলায় ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম সড়ক ভাঙা হবে

স্টাফ রিপোর্টার

সিলেটের বন্যা মোকাবিলায় প্রয়োজনে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম হাওরের মধ্য দিয়ে করা সড়ক ভাঙা হবে জানিয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের পর এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আধুনিকতার নামে অপরিকল্পিতভাবে হাওরে বাধ ও রাস্তা নির্মাণ করা হয়েছে। এই হাওরে বাধের কারণে হাওর ও মৎসসম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে হাওরের বাধের বেশ কিছু অংশ ভাঙা হবে।
শনিবার সকালে সিলেট নগরীর একটি কনভেনশন হলে হাওরে মৎস্যসম্পদ রক্ষায় স্টেকহোল্ডার্স কনসাল্টেশন ওয়ার্কশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, সিলেটের নদ-নদীর অবাধ পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। এ জন্য ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম সড়কের বেশ কিছু অংশ ভেঙে সিলেটকে বন্যা থেকে রক্ষা করতে হবে।
মৎস অধিদপ্তর সিলেট বিভাগ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, হাওরের মাছ প্রকৃতির দান। প্রকৃতির বিরুদ্ধাচারণ করে মাছের প্রজননের জন্য নির্দিষ্ট সময় না দিয়ে মানুষ ভোক্তা ও আহরণকারী হিসেবে অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। যারা মাছ ধরছেন, তাদের ভ‚মিকা অসম্ভব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ পেশায় যারা নিয়োজিত, তাদের প্রতি অনেক অন্যায় করা হয়েছে। যারা সত্যিকারের মৎস্যজীবী তাদেরকে মূল্যায়ন করা হয়নি। এতদিন জলমহাল যাদের কাছে ইজারা দেওয়া হয়েছে, তারা অতি মুনাফার লোভে মাছের ক্ষতি করেছে। এজন্য প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা অত্যন্ত দরকার। উপদেষ্টা আরো বলেন, মাছ ধরা পেশাকে আধুনিকায়ন করতে হবে, যাতে তারা সম্মানের সাথে বাঁচতে পারেন।
কর্মশালায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন, হাওরে মাছের গতিপথে অপরিকল্পিত বাধ ও রাস্তা নির্মাণের ফলে মাছের বিচরণ ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরে দেশীয় প্রজাতিগুলোকে ধ্বংস করা হয়েছে। মাছের প্রজননকালীন মাছ ধরতে নিষিদ্ধের বিষয়ে হাওর অঞ্চলে বিলবোর্ড ও রেডিও-টেলিভিশনে এ সংক্রান্ত প্রচারণা চালানো যেতে পারে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এসময়ে হাওর অঞ্চলে মাছ ধরার নিষিদ্ধের পাশাপাশি পর্যটনও সমন্বয় করা যেতে পারে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ হাওর অধ্যুষিত দেশের সাতটি জেলার জেলা প্রশাসক, তাদের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস বিভাগের কর্মকর্তা কর্মচারি ছাড়াও বিভিন্ন পর্যায়ের (৮এরপর দেখুন ২ এর পাতায়)

সিসিকের সাবেক কাউন্সিলর লায়েক ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার

১৩টি মামলায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালী মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতে হাজির করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। ওই সময় থেকে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকও আত্মগোপনে ছিলেন। এরপর ১৩টি মামলায় অন্যান্য নেতাকর্মীর সাথে তাকেও আসামী করা হয়েছে।

বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন নয় : জমিয়তের গণসমাবেশে বক্তারা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন বলেছেনÑ দীর্ঘ ষোল বছরের জমানো আবর্জনা সাফ করে বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অন্তরবর্তীকালীন সরকারকে আরো দায়িত্বশীলতা ও সতর্কতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন- যারা দীর্ঘ ১৬ বছর দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে, খুম, গুম ও গণহত্যার সংস্কৃতি যারা চালু করেছে, এদেশের মাটিতে অবশ্যই তাদের বিচার করতে হবে। অন্তরবর্তীকালীন সরকার এক্ষেত্রে নমনীয়তা দেখালে জনগণের আস্থা ও সমর্থন হারাবে। বিপ্লবের চেতনা সমুন্নত রেখে বিপ্লবের অংশীজনের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
২৩ নভেম্বর শনিবার সিলেট রেজিস্ট্রারি মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জিয়া উদ্দীন এসব কথা বলেন।
সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী ও সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, মাওলানা এবাদুর রহমান ও মাওলানা সিরাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন- হাজার হাজার ছাত্রজনতার রক্তে অর্জিত এই মহাবিপ্লব ব্যর্থ হতে পারে না। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রæততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য সরকারে প্রতি আহবান জানান তিনি।
তিনি অনতি বিলম্ভে সকল পাথর কোয়ারী খুলেদেন এবং সিলেটে সকল উপজেলায় গ্যাস চালু করেদেন।
প্রধান বক্তার বক্তব্যে জমিয়ত মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী বলেন- ইনসাফ ভিত্তিক রাষ্ট্রকায়েমের জন্য মদীনাসনদের আদলে সংবিধান তৈরি করতে হবে এবং প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। বিচার বিভাগকে পরিপূর্ণভাবে স্বাধীন করা ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জমিয়ত মহাসচিব মন্তব্য করেন। গণসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রখ্যাত আলেম মাওলানা শায়খ আলিম উদ্দীন দুর্লভপুরী, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা আব্দুল বছির, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মুনির হোসাইন কাসেমী, মাওলানা তাফাজ্জল হক আজিজ, জমিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি মাওলানা হিলাল আহমদ, মহাসচিব মাওলানা নজরুল ইসলাম তোয়াকুলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী, জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জাবের কাসেমী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসিমী, কেন্দ্রীয় আমেলার সদস্য মাওলানা বদরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ শামসুদ্দিন, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা আব্দুল জব্বার, আমেরিকা প্রবাসী মাওলানা আজিজুর রহমান, ইউকে জমিয়তে সহ সাঙ্গঠনিক সম্পাদক মাওলানা এনামুদ্দীন, মাওলানা নেজামুদ্দীন, শায়খ মাওলানা আব্দুশ শহীদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা কবির আহমদ, মাওলানা খলিলুর রহমান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আলতাফ হোসাইন, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।
গণসমাবেশে ইনসাফভিত্তিক রাষ্ট প্রতিষ্ঠা, জুলাই গণহত্যা ও শাপলা চত্তরের গণহত্যার বিচার, সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়া, গ্যাস সংযোগ চালু করা, সিলেট-আখাউড়া ডাবল রেললাইন চালু করা, ঢাকা-সিলেট ৬ লেনে সড়ক নির্মাণ, ওসামানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, কওমি সনদের স্বীকৃতি কার্যকর, মাজারে অনৈসলামিক কার্যক্রম বন্ধ করাসহ ১৭ দফা দাবি পেশ করা হয়।
গণসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মাওলানা শফিকুল হক সুরইঘাটি, রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা শায়খ আব্দুল মতিন নাদিয়া, নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা শায়খ আতিকুর রহমান, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মাওলনা নুর আহমদ কাসিমী প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মনজুর আহমদ সালিম, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা আলী আহমদ, মাওলানা কাজি আমিন উদ্দীন, মাওলানা আব্দুস সালাম বালাগঞ্জি, মাওলানা হাসান আহমদ, এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা কবির আহমদ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা এমাদ উদ্দীন সালিম, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা লুতফুর রহমান, মাওলানা ফরহাদ আহমাদ, মাওলানা লুকমান হাকীম, কাওসার আহমদ, জাকির হোসাইন, আবু খয়ের প্রমুখ।
সমাবেশের শেষলগ্নে সিলেট জেলা জমিয়তে সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতা মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ. মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সম্মেলনের সভাপতি মুফতি মুজিবুর রহমান এবং প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর দোয়ার মাধ্যমে গণসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি