কুলাউড়ায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে লক্ষ টাকা জরিমানা

কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীরতীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) শাহ জহুরুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে টিলাগাঁওয়ের আশ্রয়গ্রামের মনু নদীরতীরে অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ১৩টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

 

কাজির বাজার ডেস্ক

সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, দুই বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহওয়া অধিদফতর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবারসন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামী পাঁচ দিনের প্রথমার্ধে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানায় আবহওয়া অফিস।

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

পেট্রোবাংলার অধীনস্থ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল), সিলেট এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে পেট্রোবাংলার সভা কক্ষ-১, পেট্রোসেন্টার, ৩ কাওরান বাজার, ঢাকায় অনুষ্ঠিত হয়। পেট্রোবাংলার চেয়ারম্যান (গ্রেড-১) জনেন্দ্র নাথ সরকার, শেয়ারহোল্ডারবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ মহাব্যবস্থাপকগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়। নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানি ৩৯১৭.৮১৯ এমএমসিএম গ্যাস বিক্রি করে মোট ৭৩৩১.৩৭ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি ডিএসএল, ডিভিডেন্ড, আয়কর ও আমদানিশুল্কসহ মোট ১৮৫.৮২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে। কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের সার্বিক কর্মকান্ডে পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত

কাজির বাজার ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বলে মন্তব্য করেছেন অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
ড. ইউনূস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। ১২ বছর তিনি আসার সুযোগ পাননি। তাকে এই সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। দীর্ঘদিনের অসুস্থতা সত্তে¡ও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান খালেদা জিয়া। বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে রওনা করেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন।
২০১০ সালের ১৩ নভেম্বর সেনানিবাসের বাড়ি ছাড়েন খালেদা জিয়া। বিএনপি তখন অভিযোগ করেছিল, বল প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওইদিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে।’
দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। এরপর পরিবারের আবেদনে ২০২০ সালের মার্চ থেকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। প্রতি ছয় মাস পরপর তার এ সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়। মুক্তির পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও অসুস্থতার কারণে তাকে একাধিকবার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট পুরোপুরি মুক্তি পান খালেদা জিয়া। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দÐ মওকুফ করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন। লিভার সিরোসিসসহ একাধিক রোগে আক্রান্ত খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী মাসের শুরুতে যুক্তরাজ্য যেতে পারেন। এ লক্ষ্যে এখন জোরেশোরে প্রস্তুতি চলছে।

নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতার মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সন্তোষ দাশ (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় শহরের পৃথক স্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল জাহান চৌধুরী (৫০) নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্থ করে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরীকে ২য় ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়।
গত বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সন্তোষ দাশ নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে ২০২২ সালে ২১ মে স্বেচ্ছায় অব্যাহতি নেন সাইফুল জাহান চৌধুরী।

 

সশস্ত্র বাহিনী দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। দিবসটি দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরাও দিবসটি নিয়ে গর্ববোধ করেন।
অসকস সিলেটের সভাপতি সার্জেন্ট (অব.) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সমাজসেবী মো. নূরুল হক, অব. পেটি অফিসার এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অসকস সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব.) মো. মুর্শেদ আলম জানান, এটি তাদের অরাজনৈতিক সংগঠনের প্রথম সশস্ত্র বাহিনী দিবস পালন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ‘সকলের তরে সকলেই আমরা, সর্বত্রই দেশের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

মহানগর পুলিশের ৩ কর্মকর্তা বিভিন্ন ইউনিটে বদলি

কাজির বাজার ডেস্ক

সিলেট মহানগর পুলিশে (এসএমপি) ফের রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আব্দুল করিমকে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ও পুলিশ হেডকোয়ার্টার্সেনর অতিরিক্ত পুলিশ সুপার আকলিমা আক্তারকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে সমাবেশ সফলের আহবান জমিয়তে ইসলামের সমাবেশ কাল

স্টাফ রিপোর্টার

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল ২৩ নভেম্বর শনিবার সিলেটে গণসমাবেশ করতে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনের সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষে বৃহস্পতিবার নগরীর লালদিঘীরপারস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশ সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ সভাপতি মুফতি মুজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, সর্বশেষ চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবে জমিয়ত প্রত্যক্ষভাবে অবদান রেখেছে বলে উল্লেখ করেন। নেতৃবৃন্দ জানান, গত ২ আগস্ট সিলেট জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ মিছিল হয়েছিলো। আন্দোলনে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ গুলিবিদ্ধ হন। সিলেট সদর উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ফরহাদ আহমদ মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এছাড়াও সিলেট মহানগর, সদর ও বিয়ানীবাজার উপজেলায় কমপক্ষে ২০ জন জমিয়তকর্মী আহত হয়েছিলেন বলে জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ আওয়ামী দু:শাসন থেকে মুক্তি পেলেও চব্বিশের পরাজিত শক্তি নানান ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে। কিছু অসাধু রাজনীতিবীদ পতিত স্বৈরাচারকে রক্ষার চেষ্টায় লিপ্ত। কেউ আবার রাজনীতিতে তাদেরকে পুনর্বাসনের অপচেষ্টা করছেন। অন্তর্র্বতীকালীন সরকারের কিছু কার্যকলাপে তারা উদ্বিগ্ন বলে জানান। তারা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সকল প্রকার বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী শনিবার সিলেট রেজিস্টারি মাঠে সিলেট জেলা দক্ষিণ উত্তর ও মহানগর জমিয়তের যৌথ উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে জমিয়তের কেন্দ্রীয় এবং সিলেট বিভাগের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। সম্মেলন উপলক্ষে সিলেট জেলা উত্তর দক্ষিণ ও মহানগর জমিয়তের পক্ষ থেকে ব্যাপক প্রস্তÍুতি গ্রহণ করা হয়েছে এবং পুরো সিলেট জুড়ে দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি ২৩ তারিখ সিলেট রেজিস্টারি মাঠে একটি ঐতিহাসিক সমাবেশ হবে এবং সিলেটের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটি মাইলফলক হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন। নেতৃবৃন্দ এই গণসমাবেশে শরীক হতে সর্বস্তরের সিলেটবাসীকে আহবান জানান এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তের সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সেক্রেটারী মাওলানা ইবাদুর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া প্রধান মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস’ উদযাপন

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)-এ নানা কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস- ২০২৪ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেসিপিএসসি’র অডিটোরিয়ামে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাওহিদুল ইসলাম শিমুল।
দশম শ্রেণির শিক্ষার্থী মো: রিদওয়ানুল হক ও অদ্রিজা সাহা রাই এর যৌথ সঞ্চালনায় মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কৌস্তুভ পাল কংকন, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী তানভীর আহমেদ ও সম্মাননীয় সেনাপ্রধানের বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী ইশমাম সামাদ হক। দেশমাতৃকার বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন অবদান ও ভ‚মিকার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি বিভিন্ন প্রতিযোগিতার স্থান পরিদর্শন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর তত্ত¡াবধানে অনুষ্ঠানের আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক রাহাত জাহান। বিজ্ঞপ্তি

জার্মানি যাওয়ার পথে জুড়ীর যুবককে পিটিয়ে হত্যা

কাজির বাজার ডেস্ক

জার্মানিতে গিয়ে উন্নত জীবনযাপনের স্বপ্ন ছিল লিটন চৌধুরীর। সেই দেশে যেতে বেলারুশ সীমান্ত দিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তিনিসহ কয়েকজন অভিবাসন-প্রত্যাশী পোল্যান্ড পুলিশের হাতে ধরা পড়ে যান। তাদের পুশব্যাক করা হয়। কিন্তু বেলারুশেও তারা ঢুকতে পারেননি। দুই দেশের সীমান্তে গভীর জঙ্গলে কষ্টে দিন কাটছিল তাদের। সোমবার রাতে স্বজনেরা জানতে পারেন, লিটনসহ ১৫ জন অভিবাসী পুলিশের পিটুনিতে মারা গেছেন। বেলারুশের একটি হাসপাতালের মর্গে তাদের লাশ রাখা হয়েছে। এ খবরে লিটনের পরিবারে মাতম শুরু হয়। লিটন চৌধুরী (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদরের জাঙ্গিরাই এলাকার বাসিন্দা প্রয়াত মোশারফ হোসেন চৌধুরীর জ্যেষ্ঠ ছেলে। তার মা, এক ভাই, স্ত্রী ও তিন শিশুসন্তান রয়েছে। লিটন এর আগে দুবাইয়ে থাকতেন।
লিটনদের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি কক্ষে তার মা ও স্ত্রী আহাজারি করছেন। স্বজনেরা তাদের সান্ত¡না দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।
পরিবারের সদস্যরা জানান, লিটনের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে একটি কিন্ডারগার্টেনে পঞ্চম ও মেয়ে একই প্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে। ছোট ছেলের বয়স মাত্র দুই বছর। লিটনের ছোট ভাই নোমান চৌধুরী ইতালিতে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছেন। বৈধ না হওয়ায় দেশে ফিরতে পারছেন না। স্বজনেরা বলেন, লিটনদের পরিবার অনেকটা সচ্ছল। দুবাইয়ের জীবন লিটনের ভালো লাগত না। ইউরোপে গিয়ে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখতেন তিনি। লিটনের স্ত্রীর বড় ভাই শাহিন আহমদ বলেন, মায়ের অসুস্থতার খবর পেয়ে বছরখানেক আগে লিটন দুবাই থেকে দেশে ফেরেন। মায়ের চিকিৎসা করান। মা সুস্থ হওয়ার কয়েক মাস পর দুবাইয়ে ফিরে যান। দুবাইয়ে গিয়ে রাশিয়ায় বসবাসকারী ম্যাক্স নামের এক দালালের মাধ্যমে জার্মানিতে যাওয়ার পরিকল্পনা করেন। এ কাজের জন্য ম্যাক্স ৮ লাখ ২৫ হাজার টাকা দাবি করেন। ম্যাক্সের বাড়ি নোয়াখালী। প্রকৃত নাম অন্য কিছু হলেও দুবাইয়ে ওই নামেই তিনি পরিচিত।
শাহিন বলেন, সিলেটের বিয়ানীবাজারে নজরুল ইসলাম নামের এক গাড়ি ব্যবসায়ী ম্যাক্সের আত্মীয়। নজরুলের কাছে তারা টাকা জমা দেন। এ সময় একটি চুক্তিনামাও করা হয়। জার্মানিতে পাঠাতে না পারলে সব টাকা ফেরতের কথাও চুক্তিনামায় উল্লেখ করা হয়। সেপ্টেম্বরে লিটন রাশিয়া হয়ে বেলারুশে যান। এরপর বেলারুশের সীমান্ত দিয়ে পোল্যান্ডে পৌঁছালে পুলিশ তাকেসহ আরও কয়েকজনকে ধরে ফেলে। তাদের সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। বেলারুশের পুলিশ তাদের ঢুকতে বাধা দেয়। এ পরিস্থিতিতে দুই দেশের সীমান্তে জঙ্গলে তাঁরা দিন কাটান।
শাহিন বলেন, সর্বশেষ ৭ অক্টোবর লিটন তাকে হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ পাঠান। ওই মেসেজে লিটন বলেন, তিনি জঙ্গলে খুব কষ্টে আছেন। খাবার নেই, পানি নেই। তার একটি পা ভেঙে গেছে। লিটন ম্যাক্সের সঙ্গে যোগাযোগ করে দ্রæত তাকে উদ্ধারের ব্যবস্থা করতে বলেন। পরে তিনি (শাহিন আহমেদ) ম্যাক্সের সঙ্গে বিভিন্ন সময়ে যোগাযোগ করলে তিনি শুধু আশ্বাস দিতে থাকেন। কিছুদিন পর লিটনের হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লিটনের খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিল তার পরিবার। এই বিষয়ে শাহিন বলেন, দীর্ঘদিন ধরে লিটনের খোঁজখবর না পাওয়ায় তারা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকেন। সম্প্রতি তারা বেলারুশ সীমান্তের একটি ভিডিও পান। ভিডিওটি স্থানীয় একটি সংবাদমাধ্যমের। ওই ভিডিওতে দাবি করা হয়, সীমান্তে ১৫ জন অভিবাসীকে পোল্যান্ড পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। এর মধ্যে চেহারা, পরনের টি-শার্ট ও প্যান্ট দেখে তারা লিটনের লাশ শনাক্ত করেন। কিন্তু তাতেও তাঁরা পুরোপুরি নিশ্চিত হননি।
শাহিন বলেন, বিভিন্ন সূত্রের ভিত্তিতে বেলারুশে বসবাসকারী এক বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে তারা যোগাযোগ করেন। ওই চিকিৎসক বিভিন্ন শরণার্থী ক্যাম্প ও হাসপাতালে খোঁজ নেন। একপর্যায়ে একটি হাসপাতালের মর্গে লিটনের লাশ পান। সোমবার রাত আটটার দিকে চিকিৎসক লিটনের লাশের ছবি তাদের কাছে পাঠান। এতে তারা নিশ্চিত হন লিটন মারা গেছেন।
শাহিন বলেন, লিটনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তারা ম্যাক্স ও নজরুলের সঙ্গে কথা বলেন। লাশ ফেরত পাঠানোর বিষয়ে তাদের সহায়তা চান। কিন্তু তারা কোনো সহায়তা করেননি। ম্যাক্সের আসল পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। তারা ম্যাক্স ও নজরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেবেন। শাহিন বলেন, লিটনের লাশ দেশে আনা হবে কি না, সে বিষয়ে তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে কুলাউড়া সার্কেলের (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ?