অবৈধ অভিবাসীদের বের করে দিতে সেনা বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের

কাজির বাজার ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
‘দ্য পলিটিকো’র উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।
এদিকে ট্রাম্প সোমবার আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেন। তা হচ্ছে সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি। বতর্মান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প।
এইসব অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। এবারের নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রæতি ছিল- যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা।
আগামী ২০ জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। ইতোমধ্যে প্রশাসন গোছানোও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সীমান্তের দায়িত্ব দিয়েছেন অভিবাসন বিষয়ে কট্টরপন্থি টম হোম্যানকে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন, তাহলে তা সরাসরি প্রায় ২ কোটি পরিবারের ওপর প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে।

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো রুমের সামনে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয়রা জানান, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে সময় কাটাচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে বারণ করলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাইকে ঘোষণা দিয়ে ইয়ামাহা শো রুমের সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, সংঘর্ষের পর বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

নগরীতে ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার
সিলেটে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব-৯ এর অভিযানে তারা আটক হন।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব ও একই শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ। মিঠুন কাকুয়ারপার এলাকার পরিমল দেবনাথের ছেলে।
এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্র নাথের ছেলে অনিক চন্দ্রকে আটক করে। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে র‌্যাব-পুলিশ জানিয়েছে।
র‌্যাব ও পুলিশ জানায়, তার তিনজনই সোমবার ভোরে নগরীর দরগাগেইট এলাকায় ৫ মিনিটের একটি ঝটিকা মিছিল দেন।
র‌্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহŸায়ক ছিলেন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

দক্ষিণ সুরমায় সিসিকের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার

ফুটপাত ও সড়ক থেকে হকারদের উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকালে মহানগরের স্টেশন রোড, দক্ষিণ সুরমা এলাকায় অভিযান পরিচালনা করে সিসিক। অভিযান পরিচালনা সিলেট সিটি করপোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা।
এসময় সংশ্লিষ্টরা জানান, মহানগরের ফুটপাত ও সড়ক হকার মুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় আজ তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কুলাউড়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুলাউড়া সংবাদদাতা

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর প্রায় ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাহ জহুরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে প্রধান সড়কের পাশে সরকারি জায়গা দখল করে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সার্ভেয়ার দিয়ে সরকারি জায়গা মাপজোকের পর ওইসব অবৈধ দোকানমালিকদের নোটিশ করে অবৈধ স্থাপনা সরানোর অনুরোধ করা হয়। অভিযানকালে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও যারা সরায়নি তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) আরও জানান, অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক দোকানপাট অপসারণ করে ৩ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়। অভিযান শেষে উচ্ছেদকৃত জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। তিনি উচ্ছেদকৃত ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে বলেন, বাজারের একটি নির্দিষ্ট জায়গায় তাদেরকে পুনর্বাসন করে দেওয়া হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ স্থগিত

কাজির বাজার ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। কোটা পদ্ধিত অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চ‚ড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। এতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ওইদিন সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

কমলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে ছাদিয়া বেগম নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়ন এলাকার নইনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ছাদিয়া ওই এলাকার মো. কালন মিয়ার মেয়ে।
শিশু ছাদিয়ার মা আরজা বেগম বলেন, ‘পরিবারের সবার অগোচরে আমার মেয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুরে ভেসে থাকতে দেখি। উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা .কনক সিংহ বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কানাইঘাটে ছাত্রদল নেতা মুমিনের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট বাজারে গত সোমবার নির্মমভাবে ধারালো ক্ষুরের আঘাতে নিহত পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিনের হত্যাকারী তার ঘনিষ্ঠ বন্ধু রাজু আহমদকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। তবে হত্যাকারী রাজুকে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান অব্যাহত রেখেছে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন।
এদিকে ময়না তদন্তের পর নিহত আব্দুল মুমিনের লাশ তার বাড়িতে নিয়ে আসলে আত্মীয়-স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠে। স্বজনরা ঘাতক রাজুকে দ্রæত গ্রেফতারের দাবী করেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াই টায় নিহত আব্দুল মুমিনের নিজ গ্রাম ধনপুর জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং জামাতে ইসলামীর নেতৃবৃন্দ ছাড়াও কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে একটি প্রসাধনী কোম্পানীর বিক্রয় প্রতিনিধি কানাইঘাট পৌরসভার ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা আব্দুল মুমিনের সাথে কানাইঘাট বাজারস্থ মসজিদ মার্কেটের মোবাইল ব্যবসায়ী পাশর্^বর্তী দুর্লভপুর গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে যুবদল কর্মী রাজুর ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তারা দু’জন একই দলের কর্মী হলেও দুইজন দুই গ্রæপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গ্রæপ রাজনীতি নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একটি গ্রæপ অপর গ্রæপকে দোষারোপ করে কানাইঘাট বাজারে মিছিল করে।
এদিকে ছাত্রদল নেতা আব্দুল মুমিন হত্যাকারী রাজু আহমদকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন আসামী গ্রেফতারে চিরুনী অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জুবিলী স্কুল ঐতিহ্য ধরে রাখুক -উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

কাজির বাজার ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মঙ্গলবার সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন করেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি। অনেক পরিবর্তন হয়েছে। কাঠের বøকগুলো ঐতিহ্যবাহী। এগুলো সংরক্ষণ করা উচিত। তিনি বিদ্যালয়ের শিক্ষক বাবর আলী স্যারের প্রশংসা করে বলেন, বাবর আলী স্যার ইংল্যান্ড থেকে লেখাপড়া করে এ স্কুলের দায়িত্ব নেন। সেটি ছিল গৌরব উজ্জ্বল সময়।
সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি। উপদেষ্টা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্মুক্ত করা এবং চর্চা অব্যাহত রাখা দরকার। ঐতিহ্যবাহী স্কুলের ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ওসমানীনগরে প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

ওসমানীনগর প্রাইভেটকারের ভেতরে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ নুরুল আফসার (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। সোমবার রাত পৌনে ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। আটককৃত নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো.মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।