সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলার দুই উপজেলার সীমান্ত থেকে ভারতীয় অফিসার চয়েজ মদ ও কমলা আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৫শত টাকা। বিজিবি জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলার চাঁনপুর সীমান্তের ১২০২এর ১১এস পিলার সংলগ্ন বারেকটিলা এলাকা দিয়ে চানপুর গ্রামের মদ পাচার মামলার আসামী চোরাচালানী আবু বক্কর, লাউড়েরগড় গ্রামের নবীকুল ও নূরু মিয়ার নেতৃত্বে ভারত থেকে কমলা পাচারের সময় ১২০টি কমলা আটক করা হয়। অন্যদিকে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তের ১২০৭নং পিলার সংলগ্ন শরীফগঞ্জ এলাকা দিয়ে ভারত থেকে মদ পাচারের সময় ৯৯বোতল অফিসার চয়েজ মদ আটক করা হয়। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার মালামাল আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।