শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

35

‘আপনার শুদ্ধতা আমাদেরকে জাগ্রত করে’ … এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মত শুদ্ধ সোশ্যাল অর্গানাইজেশনের আয়োজনে এবং শহীদ সুমন স্মৃতি সংসদ এর সহযোগিতায় ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসির্টিতে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসির্টির ছাত্রলীগের সভাপতি হোসাইন মোহাম্মদ সাগর এর উপস্থাপনায় ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচর্য ও মানবিক অনুষদের ডিন প্রফেসর সৈয়দ মূয়াজুর রহমান, বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর রুহুল আমীন, ইংরেজী বিভাগের প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইংরেজী বিভাগের প্রভাষক প্রণব কান্তি দেব, ই.সি.ই বিভাগীয় প্রধান একরামুল মারুফ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) সুশান্ত আচার্য, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সভাপতি জয়নুল হক, জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফয়েজ আহমেদ।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতায় বিনামূল্যে প্রায় ৫০০ জন শিক্ষার্থীর রক্তের গ্র“প নির্ণয় করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে উৎসাহিত করা হয়। ক্যাম্পেইনকে সাফল্য মন্ডিত করার জন্য স্বেচ্ছাসেবীদের অবদান ছিল অসামান্য স্বেচ্ছা সেবী হিসাবে উপস্থিত ছিলেন অন্তুর হাসান, সজিব, আজিম, আকতার, নাসির, রাবেল, মজনু, তানভীর, হিমেল, ইমরান, হাবীব, শুভ, দিলহাম, রূপক, বিজন, রুমন, জাকিয়া, কথা, কাকলী, সাবিহা, কামরান, সাবিলা, এমাদ, জুয়েল, কাওছার, মেহদী, সুমন, ইসলাম, আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি