জাফলংয়ে স্টোন ক্রাশিং জোন পরিদর্শনকালে সচিব পবন চৌধুরী ॥ স্টোন ক্রাশার মেশিন জাফলংয়ের জন্য অভিশাপ

118

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেছেন শুধু জাফলং বাসীর gowainghat photo-20-11-2015-2স্বার্থে নয় দেশের ষোল কোটি মানুষের স্বার্থে জাফলংয়ের সৌন্দর্য্যকে রক্ষা করতে হবে। স্টোন ক্রাশার মেশিন প্রকৃতি কন্যা জাফলংয়ের জন্য অভিষাপ হয়ে দাঁড়িয়েছে। এই অভিষাপ থেকে জাফলংকে মুক্ত করতে হবে। তাই প্রস্তাবিত স্টোন ক্রাশিং জোনে স্টোন ক্রাশার মেশিন স্থানান্তরিত করে জাফলংয়ের রূপ লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে। তিনি গতকাল শুক্রবার জাফলংয়ের কানাইজোড়া (প্রস্তাবিত স্টোন ক্রাশিং জোন) এলাকা পরিদর্শন শেষে উপস্থিত জনপ্রতিনিধি ও সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন জাফলংয়ের অপর পাশেই ভারতের ডাউকি কত দৃষ্টি নন্দন একটি শহর। তার পাশেই আমরা প্রাকৃতিক পরিবেশ বিপর্যস্ত করে প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস করে কত ঝঞ্জাল তৈরী  করেছি। এই জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য ফিরিয়ে আনতে সড়ক ও জনপদ বিভাগ, পর্যটন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা সবাই এক সাথে কাজ করবো। পবন চৌধুরী বলেন আমার দৃষ্টিতে জাফলং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দৃষ্টি নন্দন একটা জায়গা। জাফলংয়ের রূপ লাবণ্য ফিরিয়ে আনতে পারলে এখানে পর্যটকদের জন্য একটি তীর্থ ক্ষেত্রে পরিণিত হবে। এলক্ষ্যে এখানে ট্যুরিজ্যমের উপর কাজ করে স্পেশাল ইকোনমিক জোন তৈরী করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, ইউনও গোয়াইনঘাট মোঃ সালাউদ্দিন, ইউএনও জৈন্তাপুর মোঃ খালেদুর রহমান, গোয়াইনঘাট  বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী।