যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠা চেয়ারপার্সন কামরুন্নেছা মতিন শোভা সোমবার সকালে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তিনি সকাল সাড়ে ১০টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছান। এ সময় বিমানবন্দরে তাকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানান গোল্ডেন ড্রিম ও সহযোগী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের নেতৃবৃন্দ। সংবর্ধনার জবাবে শোভা মতিন বলেন, আমি যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেব। কোন বাধা বিপত্তি মানুষের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। বিশ্বাস করুন যদিও আমি লন্ডনে বসবাস করি তবে আমার মণপ্রাণ সব সময় মাতৃভূমির অসহায়, দরিদ্র ও দুখী মানুষের জন্য কাঁদে। তাই আমি আহ্বান করবো সমাজের যারা বিত্তবান মানুষ আছেন তারা সবাই নশ্বর এই পৃথিবীর দুঃখী মানুষের জন্য সহানুভূতির হাত বাড়াবেন। মানুষের মুখে হাসি ফুটানোর প্রয়াস আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সংবর্ধনা প্রদানকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা এম এ মতিন, এন আর বি সি ব্যাংকের উপশহর শাখার ম্যানেজার দেওয়ান আল আমিন মোতাকাব্বির, সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, এডভোকেট কুতুব উদ্দিন, সমাজসেবী সাইফুল আলম খান কয়েস, রুবা বেগম, সোনালী স্বপ্নের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেফুল, তরুণ সমাজকর্মী শাহেদ আহমদ, আব্দুর রহিম, সাদিকুর রহমান, অনুপম হোসেন অমি, আবু বক্কর প্রমুখ। বিজ্ঞপ্তি