স্টাফ রিপোর্টার :
বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ব্লগার শফিউর রহমান ফারাবি, জুলহাস বিশ্বাস ও আবুল বাশারকে ৭দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই তিনজনই ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার আসামী। গতকাল মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী-২)‘র বিচারক মোঃ আনোয়ারুল হক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকার সিআইডি পুলিশের পরিদর্শক আরমান আলী জানান, অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ফারাবিসহ ৩ জনের ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পরপরই তাদের নিয়ে ঢাকার পথে রওয়ানা দেয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানীর তারিখ আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।
এরআগে দুপুরে শফিউর রহমান ফারাবিসহ তিনজনকে আদালতে হাজির করে অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মুক্তমনা লেখক ও ব্লগারদের হুমকী দিয়ে আলোচনায় উঠে আসে ফারাবি। ২০১৩ সালে খুন হওয়া ব্লগার রাজিব হায়দারের জানাযা পড়ানো ইমামকে হত্যার হুমকী দিয়ে ধর্মীয় উগ্রবাদী জঙ্গি হিসেবে দেশজুড়ে পরিচিতি পায় ফারাবি। গত ফেব্র“য়ারিতে অভিজিৎ রায়কে হত্যার পর সিলেট থেকে গ্রেপ্তার করা হয় তাকে।