দিনদুপুরে কমার্স ব্যাংকে ডাকাতি, ম্যানেজার সহ নিহত ৮

31

ashulia-dakat-pic-bm02_458কাজিরবাজার ডেস্ক :
সাভারের আশুলিয়ায় দিনে দুপুরে গুলি করে ও বোমা ফাটিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে লুটপাট চালিয়েছে ডাকাতরা।
এ সময় ডাকাতদের উপর্যুপরি ছুরিকাঘাত ও বোমার আঘাতে ব্যাংকের ম্যানেজার ও গ্রাহকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এক দল ডাকাত ব্যাংকে হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ঘটনার পরপরই সন্দেহভাজন দুই ডাকাতকে ধরে ফেলে জনতা। এর মধ্যে গণপিটুনিতে একজন মারা যায়।
বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় মঙ্গলবার দুপুর ২টার দিকে এক দল ডাকাত হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
ডাকাতের গুলিতে নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহ (৪৫), ব্যাংকের গানম্যান বদরুল আলম (৩৮), ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী পলাশ (৪৮), ব্যাংক ভবনের নিচে ঝালমুড়ি বিক্রেতা মুনির হোসেন (৬০), ব্যাংক ভবনে অবস্থিত মার্কেটের দোকানি জিল্লুর রহমান এবং আশুলিয়ার কুটুরি এলাকার জমির (৩৮)।
গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে ৩/৪টি মোটর সাইকেলে চড়ে ডাকাতরা আসে। ডাকাতরা ব্যাংকে হামলা চালানোর পর স্থানীয় মাইকে ডাকাতদের প্রতিরোধের আহ্বান জানায় এলাকাবাসী। তখন ডাকাতরা গুলি চালালে পাঁচজন মারা যান।
আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন বলেন, ডাকাতের গুলিতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ আরও দুইজনের মৃত্যু হয়।
ডাকাত দল বেশ কয়েকটি বোমার বিস্ফোরণও ঘটায়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ১৭ জনের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্থানীয়সূত্রে জানা যায়, প্রতিরোধের মুখে ডাকাতরা পালাতে থাকে। এর মধ্যে একটি মোটর সাইকেল পড়ে গেলে জনতা দুই ডাকাতকে ধরে মারধর করে। তাতে একজন ঘটনাস্থলে মারা যায়। অন্যজনকে পুলিশে দেওয়া হয়। ডাকাতদের ওই মোটর সাইকেলটি জ্বালিয়ে দেয় জনতা।
ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া ৫ লাখ ৯৪ হাজার ২৫৫ টাকাভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।