খাদিমে দিন দুপুরে দোকানে চুরি করতে গিয়ে আটক ৬

43

IMG_20150408_173837স্টাফ রিপোর্টার :
খাদিপাড়া ইউনিয়নের দলইপাড়ায় মঈনুল স্টোর নামে একটি দোকানে ৩৭ হাজার চুরি করতে গিয়ে ৩ মহিলা, ২ শিশু ও সিএনজি চালকসহ  ৬  জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে- শাহেনা বেগম (৩০) স্বামী-জমির আলী সাং রংপুর, বর্তমান ঠিকানা বিশ্বনাথ অদরপুরে, সুমি আক্তার (২২), সোমা আক্তার (১৮) পিতা- সিরাজ মিয়া, বাড়ি অদরপুর বিশ্বনাথ, নয়ন (১২), শারমিন (৮), সিএনজি চালক আনোয়ার হোসেন (১৮) পিতা আব্দুল মান্নান সাং ভার্থখলা থানা দক্ষিণ সুরমা। আটককৃত সিএনজি (সিলেট-থ-১২-৫৬৪২)।
মঈনুল স্টোরে মালিক মছব্বির মিয়া ও তার ছেলে মঈনুল জানান, গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে একটি সিএনজিযোগে তারা আমাদের দোকানে পাশে এসে দাঁড়ায় এবং মহিলা শিশুসহ দোকানে প্রবেশ করে কেনাকাটা করার জন্য এবং দীর্ঘ সময় তারা দোকানে অবস্থা করে। এ সময় মঈনুল ক্রেতাদের সমাগমে কারণে মহিলাদের বিভিন্ন সামগ্রী দেখাতে ব্যস্ত হয়ে পড়লে মহিলাদের সাথে থাকা একটি শিশু তার ক্যাশ বাক্স থেকে টাকা বের করে পাশের শিশুটিকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তারা যখন কোনো কিছু না কেনে দোকান  থেকে চলে যাচ্ছিল তখন মঈনুল তার ক্যাশ বাক্স খোলা দেখে দোকানে আগত ঐ ক্রেতাদের দিকে লক্ষ্য করে দেখতে পান একটি শিশু হাতের নিচে করে টাকার ব্যান্ডিল নিয়ে যাচ্ছে। মঈনুল তা দেখে তাৎক্ষণিক তাদের আটক করে এবং আশপাশের লোকজনকে ডেকে জড়ো করে। পরে জনতার রোষানলে পড়ে তারা টাকা চুরি ঘটনাটি স্বীকার করে।
খাদিম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার বদরুল ইসলাম আজাদ জানান, দোকান চুরি খবর পেয়ে আমি সেখানে দ্রুত ছুটে যাই এবং আটককৃতদের জনতার হাত থেকে উদ্ধার করি। থানায় অবহিত করতে শাহ পরান ফাঁড়িতে ফোন দেয়া হলে কেউ ফোন রিসিভ না করায় আমি ও স্থানীয় জনতার সহায়তায় আটককৃতদের শাহপরান পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় ।