এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান অবরুদ্ধ

20

স্টাফ রিপোর্টার :
এমসি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। নিয়মিত কলেজে না আসা, ক্লাস না নেয়া ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে শিক্ষার্থীরা তাকে রুমে তালাবদ্ধ করে রাখেন। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পৌণে ১টা পর্যন্ত অবরুদ্ধ থাকার পর কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ গিয়ে তাকে মুক্ত করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালেহ আহমদ সপ্তাহে ১ থেকে ২ দিন কলেজে আসেন। কলেজে তিনি নিয়মিত ক্লাস না করিয়ে চলে যান। ফলে পরীক্ষার আগে শিক্ষার্থীরা সিলেবাস সম্পূর্ণ করতে পারেন না।’
এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, ভুল বোঝাবুঝি থেকে শিক্ষক্ষর্থীরা উত্তেজিত হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মিটিং হচ্ছে।’