স্টাফ রিপোর্টার :
গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট জেলা ছাত্রদল নেতা জিল্লু হত্যা মামলায় মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ ও জেলা ছাত্রদল নেতা জামাল আহমদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সায়েদুল করিম এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীন ৫ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গত বছরের ২৭ জুন পাঠানটুলায় দুর্বৃত্তদের হাতে খুন হন ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু। এই ঘটনায় ছাত্রদলের ২০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা দায়ের করেন জিল্লুর বড় ভাই আহমেদ হাসান মাহবুব। উক্ত মামলায় পর্যায়ক্রমে সকল আসামী কারাবরণ করেন। শেষ পর্যন্ত ২৫ ফেব্র“য়ারী বুধবার আদালতে আত্মসমর্পণ করেন মামলার আসামী কাজী মেরাজ ও জামাল আহমদ। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আজ দুজনের রিমান্ড শুনানী অনুষ্ঠিত হলে আদালত তাদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য যে, জিল্লু হত্যাকান্ডকে কেন্দ্র করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এই মামলার ৬ ছাত্রদল নেতাকে বহিষ্কার করে। বহিষ্কারাদেশ মাথায় নিয়েও রাজপথে সরব ছিলেন ছাত্রদল নেতা কাজী মেরাজ।