যেকোন হাসপাতালে একজন রোগীকে আন্তরিকতার সহিত চিকিৎসা সেবা প্রদান করা উচিৎ। অসুস্থ্যতার সময় একজন রোগী ডাক্তার এবং সংশ্লিষ্টদের ব্যবহারের মাধ্যমে অনেকটা সুস্থ্যতা বোধ করে। সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এ ব্যাপারে সচেতনতার সহিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে।
গতকাল শুক্রবার বিকেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ২০১৪ সালের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি প্রবীণ চিকিৎসক প্রফেসর ডা. এম. এ. রকিব এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, সরকার, দেশের সর্বস্তরের জনগণ এবং প্রবাসীরা এই হাসপাতালের পিছনে অর্থ ও বুদ্ধি দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি সিলেট তথা অত্র অঞ্চলের হৃদরোগীদের জন্য বিরাট ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা আশা রাখি কিছু দিনের মধ্যেই হাসপাতালে একটি এনজিওগ্রাম মেশিন স্থাপন করা হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় ও মো: কামাল উদ্দিন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর বিগত সভার কার্যবিবরণী পেশ ও ২০১৪ ইং সনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ডা. মো: আমিনুর রহমান লস্কর। এরপর ২০১৪ সালের অডিট রিপোর্ট ও ২০১৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ জামিল আহমদ চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। আলোচনায় অংশ নেন আজীবন সদস্য ডা. মো: আব্দুস সালাম ও সহিদ আহমদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ, সহ- সভাপতি মো: শামছুল আলম চৌধুরী, ডা. মো: আলতাফুর রহমান, সাইন্টেফিক সেক্রেটারী ডা. শামিমুর রহমান, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. এসএসআইএইচ জালালী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, ডা. মো: হেলাল উদ্দিন, আলহাজ্ব এম এ আহাদ, আব্দুল মালিক জাকা, প্রকৌশলী শোয়েব আহমদ মতিন ও আজীবন সদস্য ডা. ইকবাল আহমদ, মো: আব্দুল গণি, ফাহিমা জুন্নুরাইন, ডা. এসএমএইচ সেলিম এবং হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অব.) ডা. শাহ আবিদুর রহমান ও সহকারী পরিচালক ডা. রুকনুল আজিজ চৌধুরী। সভায় যুক্তরাজ্য প্রবাসী হাজী মো: আব্দুল মুমিন হাসপাতালের জন্য ১ লক্ষ টাকার অনুদানের চেক ফাউন্ডেশনের সভাপতির কাছে হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি