প্রোটিয়াদের লজ্জাজনক হার

25

PIC_bg_979864477স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপে গতকাল রবিবারের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১৩০ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। এদিন ৩০৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। তারপর আর ছন্দে ফিরতে পারেনি।
ইনিংসের চতুর্থ ওভারে ব্যক্তিগত ৭ রানে শামির বলে কোহলির হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন ওপেনার ডি কক । অপর ওপেনার আমলাও ভাল করতে পারেননি। তিনি আউট হয়েছেন ব্যক্তিগত ২২ রানে।
পরে ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্স দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সফল হননি। ডু প্লেসিস আউট হয়েছেন ৫৫ রান করে ও ডি ভিলিয়ার্স আউট হয়েছেন ৩০ রান করে।
এরপর ডেভিড মিলার ও জেপি ডুমিনি দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ডুমিনি আউট হন ব্যক্তিগত ৬ রান করে ও মিলার আউট হন ব্যক্তিগত ২২ রান করে।
এরপর যারা মাঠে এসেছেন তারা বেশিক্ষণ টিকতে পারেননি। এর মধ্যে পার্নেল অপরাজিত ১৭ রান করেছেন। এছাড়া ফিলান্ডার শূন্য, স্টেইন ১, মরকেল ২ ও ইমরান তাহির ৮ রান করেছেন।
ভারতীয়দের বোলিং তোপে ৪০.২ ওভারে সব উইকেট হারিয়ে সবমিলিয়ে ১৭৭ রান করেছে তারা। ভারতের পক্ষে অশ্বিন ৩টি, মোহিত শর্মা ২টি, মোহাম্মদ শামি ২টি ও জাদেজা ১টি করে উইকেট নিয়েছেন।
এর আগে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৭ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ১৩৭ রান করেন ওপেনার ধাওয়ান। এছাড়া রাহানে ৭৯ ও কোহলি ৪৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ধাওয়ান। প্রোটিয়াদের পক্ষে স্টেইন ১টি, মরকেল ২টি, ইমরান তাহির ১টি ও ফিলান্ডার ১টি করে উইকেট নিয়েছেন।
আজ উভয় দলেরই নিজেদের দ্বিতীয় ম্যাচ ছিল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তাকে ৭৬ রানে হারিয়েছিল ভারত। আর জিম্বাবুয়েকে ৬২ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।