স্টাফ রিপোর্টার :
নগরীর চাঁদনীঘাটের ঝালোপাড়া থেকে জেনোসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতের নাম-মোঃ রফিক আহমেদ (৫৮)। সে দক্ষিণ সুরমা থানার চাঁদনীঘাট ঝালোপাড়া স্বপ্ন নীড় ১৫ নং বাসার মৃত আফতাব আলীর পুত্র। গতকাল মঙ্গলবার পুলিশ গ্রেফতারকৃত রফিককে আদালতে হাজির করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ৮ টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঝালোপাড়া স্বপ্ননীড় ১৫ নং বাসায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা রফিক আহমেদকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২৪ হাজার টাকা দামের ৪০ বোতল ভারতীয় তৈরী জেনোসিডিল উদ্ধার করেছে। এ ব্যাপারে ডিবি’র এসআই (নিঃ) মাহমুদুর রশীদ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন। নং- ৬ (০৯-০২-১৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র এসআই আইন উদ্দিন জানান, ধৃত আসামী রফিক মাদক বিক্রেতা দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ পলাতক রাসেল আহমদ (৩২) এর সাথে পরস্পর যোগসাজসে জেনোসিডিল সিলেট শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে জানান তিনি।