স্পোর্টস ডেস্ক :
বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মালয়েশিয়া। গতকাল রবিবার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শুরুতে বল দখলের লড়াইয়ে মামুনুলরা এগিয়ে থাকলেও ম্যাচের ৩১ মিনিটে মালয়েশিয়ার অধিনায়ক নাজিরুলের ফ্রিক কিক থেকে করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়া।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। ৪০ মিনিটে আবারও বাংলাদেশের জালে বল জড়ায় মালয়েশিয়ান ফরোয়ার্ড কুমাহরান। ব্যবধান দাঁড়ায় ২-০তে।
খেলার প্রথমার্ধে ব্যবধান ২-০ থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পর ৪৮ মিনিটে এমিলির গোলে ব্যবধান দাঁড়ায় ২-১। পরে ৫৩ মিনিটে আবার ইয়াসিনের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ।
এরপর ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উত্তেজনা। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তখন শেষ। অতিরিক্ত ৩মিনিট দেয়া হয়েছে। এর মধ্যে গোল করতে না পারলে খেলা গড়াবে অতিরিক্ত মিনিটে।
কিন্তু ৯১ মিনিটে কর্নার পায় মালয়েশিয়া। কর্নারটি কাজে লাগাতে ভুল করেনি তারা। কর্নার কিক থেকে দারুণ হেড করে বাংলাদেশের জালে বল জড়ায় মালয়েশিয়ান ফুটবলার ফয়জাত। তার দুই মিনিট পর রেফরা বাজায় লম্বা বাঁশি। উল্লাসে মেতে ওঠে মালয়েশিয়ার খেলোয়াড় ও সমর্থকেরা। আর দুঃখ ভারাক্রান্ত মনে মাঠে লুটিয়ে পড়ে মামুনুলরা। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার ফায়জাত ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জামাল ভুঁইজ্ঞা।
এদিন স্টেডিয়ামে মামুনুলদের উৎসাহ দিতে হাজির হয় হাজার হাজার মানুষ। লাল সবুজ পোশাকে ভরে যায় স্টেডিয়াম।
বঙ্গবন্ধু গোল্ড কাপ শুরুর ম্যাচে এই মালয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিতে ওঠে লাল সবুজের দল। পরে সেমিতে থাইল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে তারা।