সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো সময় লঞ্চঘাট এলাকার চলাচলের সড়কটি ও আশপাশের দোকানপাট নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা করা হচ্ছে। চরম ঝুঁিকর মধ্যে রয়েছে ওই সড়কে দক্ষিণ পাশে স্থাপিত দোকানপাট গুলো। খবর পেয়ে আজ রবিবার লঞ্চঘাট এলাকাটি পরিদর্শন করেনসুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল, পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোস্তাক আহমদ,সহকারী প্রকৌশলী কালীকৃষ্ণ রায়। গত কয়েক দিনে ৬ ফুট ঢেবে গেছে সড়কটি। গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবী জানিয়েছেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, পরীক্ষা করে তারপর ঊধর্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।