নেছার আহমদ নেছার
আমি খুঁজবো না তোমায়
মহাসমুদ্রের সৈকতে দাঁড়িয়ে
প্রতীক্ষায় হবোনা ক্লান্ত-অবসন্ন দেহ
পড়ে থাকবে না বালুকা বেলায়,
অস্ফুট স্বরে ডাকবো না তোমার নাম।
যদি বলিÑ
আজ তুমি সাগর কন্যা, তোমাকেই নিবিড়
করে ভালোবেসে বিশালতায় মিশতে চেয়েছি,
এ-শুধু কল্পনা, আর আমার অজস্র অনুভব
ছুঁয়ে যায় আকাশ সাগরের সীমাহীনতা।
সাগরের বহু রূপ আছে, আছে ছোট বড়
বিশাল প্রাণীর রহস্যময় জগত,
সকলের মাঝে আমার অস্তিত্ব বিলীন করে দেব না।
তাই আর খুঁজবো না তোমায়-
আমার নিবিড় ভালোবাসা অসীমের
মাঝে থাক, যতটুকু অনুভবে রেখেছি ভরে
সেটুকুই থাক অম্লান হয়ে,
তোমার বিশালতায় হারাবো না আমি
আর খুঁজবো না তোমায়।