কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

43

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে সাবেক এমপি এম এম শাহীন ও তিন পুলিশ এবং এক সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মইজ উদ্দিনসহ তিনজনকে আটক করেছে।
জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপির কর্মসূচি উপলক্ষে সকাল ১১টায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক এমপি এম এম শাহীনের নেতৃত্বে উত্তরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন বিএনপির নেতারা সেখান থেকে চলে যান। এক ঘণ্টা পর ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে পুনরায় কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ে ফেরার পথে পুলিশ পেছন থেকে ধাওয়া করলে মিছিল থেকে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।  এরপর থেকে শহরে চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় ১ ঘণ্টা কুলাউড়া বড়লেখা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশের সাথে ছাত্রলীগও মহড়া দিয়েছে। পুলিশ পথচারীসহ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, তিন পুলিশ সদস্য আহত হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে তাই আমরাও পাল্টা হামলা করেছি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অমল কুমার ধর এ ঘটনায় ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।