জামেয়া মাদানিয়া ক্বাওমিয়ার বার্ষিক মহাসম্মেলন আজ

34

শেখবাড়ী জামেয়া মাদানিয়া ক্বাওমিয়ার বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ শুক্রবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সায়্যিদ আরশাদ মাদানী ভারত।
ওয়াজ ফরমাইবেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা যুবায়ের আহমদ আনসারী, মাওলানা এমরান মাজহারী ঢাকা।
এছাড়াও সৌদী আরব, লন্ডন ও দেশবরেণ্য উলামায়েকেরাম ওয়াজ ফরমাইবেন। শায়খে বর্ণভীর (রহ:) মুরিদান সহ সর্বস্তরের জনতাকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সফল করতে আহ্বান জানিয়েছেন জামেয়ার প্রিন্সিপাল মুফতী রশীদুর রহমান ফারুক্ব বর্ণভী। বিজ্ঞপ্তি