বর্তমান সরকার নারীদের উন্নয়নে খুবই আন্তরিক ———–হাসান মাহমুদ

36

অতিরিক্ত জেরা ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে খুবই আন্তরিক। নারীদের কে  যদি আমরা কর্মসংস্থান এর দিকে নিয়ে যেতে পারি তাহলে দেশের দারিদ্র্যতা খুব দ্রুতই কমে যাবে। তিনি গত মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমাস্থ কুইন্স টাওয়ারে দক্ষিণ সুরমা কদমতলিস্থ কুইন্স টাওয়ারে এম. এস. বি ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহনূর চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সালেহ আহমদ হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল হক, প্রবাসী লেখিকা নাজিয়া আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রস্থ টেকসাস ইউনিভার্সিটির ছাত্রী আমেনা চৌধুরী, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ইসলাম আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার উপ-পরিচালক মোস্তফা হায়দার চৌধুরী, সমাসেবী মনসুর আহমদ, যুক্তরাজ্য  প্রবাসী ব্যবসায়ী মোঃ মোতাহার আলী, শানীহা আলী, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম শান্ত, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি সাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি