সিলেট পেশাজীবী পরিষদ নেতৃবৃন্দ দাবী করেছেন, সিলেট নগরীর উন্নয়ন ব্যাহত করতে সিলেট সিটি কর্পোরেশন‘র মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্র মূলক মামলায় আটক করা হয়েছে। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, সিলেটের কৃতিসন্তান সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকান্ডের সাথে সিলেটের আরেক কৃতি সন্তান নগর উন্নয়নে যার ভূমিকা অপরিসীম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ষড়যন্ত্রকারীরা নগরীর সকল উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে এই হীন চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। সিলেটবাসী বিশ্বাস করে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সিলেট নগরীর অব্যাহত উন্নয়ন কার্যক্রম আবার শুরু করবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, লক্ষ জনতার ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধি জননেতা আরিফুল হক চৌধুরী নগরীর মানুয়ের সার্বিক উন্নয়নে কাজ করছেন সেই উন্নয়ন কার্যক্রম দেখে ষড়যন্ত্র মূলক ভাবে আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে এ সকল ষড়যন্ত্র। তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করে নগর উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য সবার কাছে আহবান জানান।
বিবৃতি দাতাগণ হলেন সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক বিশিষ্ট শিক্ষবীদ লেঃ কর্ণেল (অবঃ) আতাউর রহমান পীর, পরিষদ‘র যুগ্ম আহবায়ক দৈনিক জালালাবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, দৈনিক সিলেটের ডাক‘র সিনিয়র স্টাফ রির্পোটার এডভোকেট তাজ উদ্দিন, অনলাইন প্রেসক্লাব‘র সভাপতি কবি মুহিত চৌধুরী, শাবিপ্রবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোজাম্মেল হক, সাংবাদিক শামছুল ইসলাম শামীম, পরিষদ‘র সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম, সিলেট বিভাগ জনকল্যাণ ট্রাষ্টর চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, মাদানী কাফেলার সভাপতি রুহুল আমীন নগরী, সিলেট সিটি কর্পোরেশন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি লালু মিয়া, মুসলীম ঐক্য পরিষদ‘র সভাপতি মাওলানা আসলাম রাহমানী, বৃহত্তর গণদাবী পরিষদ (তৃণমূল) আহবায়ক আখলাক আহমদ চৌধুরী, যুগ্ম আহবায়ক ডাঃ হাবিবুর রহমান, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন, সাধারণ সম্পাদক এডভোকেট এজাজ উদ্দিন, ইয়ুথ ফোরাম কেন্দ্রীয় সদস্য আব্দুল মজিদ, রিক্রাা মালিক শ্রমিক ঐক্য পরিষদ‘র সভাপতি মখলিছ মিয়া, দূর্জয় সমাজিক সংগঠনের সভাপতি কামরুজ্জামান দিপু, হোটেল রেস্তোরা শ্রমিক দলের সভাপতি রজব আলী, বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের সভাপতি গোলাম জাকির চৌধুরী, সিলেট ফেন্ডস উন্নয়ন পরিষদ‘র সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, চালিবন্দ যুব কল্যাণ সংঘ‘র সাধারণ সম্পাদক এডভোকেট ওবায়দুর রহমান ফাহিম, কুশিয়ারা বেল্ট উন্নয়ন ফোরাম‘র সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, সিলেট উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এম এহসানুল করিম মিশু, রূপসী বাংলা ইনভেস্টর ফোরাম‘র চেয়ারম্যান সামসুল ইসলাম। বিজ্ঞপ্তি