নি:সঙ্গ

166

মোঃ এমদাদ আলী

শিরোনামহীন জীবন মোর নেই কোনো স্বপ্ন
নেই কোনো আশা
নেই কোনো কিছু বলার ভাষা।
একা আমি. . . . . .
চলছি পথ একেলা একা।
নেই কোনো সঙ্গী
দেয় ও না কেউ সঙ্গ।
কে দিবে সঙ্গ আমায়
সবাই যে নিজেকে নিয়ে ব্যস্ত।
আমাকে নিয়ে ব্যস্ত হবে কে?
আর যদি কেউ দিতে যায় সঙ্গ
সে ও হয়ে যাবে হয়ত নি:সঙ্গ।