গ্যাস বিদ্যুৎ জ্বালানীর মূল্য বৃদ্ধি প্রতিহত করুন ————-এন ডি এফ

9

গ্যাস বিদ্যুৎ জ্বালানী মূল্য বৃদ্ধির পায়তারা বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট- এন ডি এফ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের নিয়মিত এক জেলা সভায় এই আহবান জানানো হয়। সভায় বক্তারা বলেন আগামী জানুয়ারী থেকে সরকার গ্যাস বিদ্যুতের  মূল্য বৃদ্ধি করছে। এ ক্ষেত্রে ভর্তুকিকে দায়ী করা হচ্ছে অথচ উৎপাদন বন্ঠন চুক্তি করে দেশের গ্যাস তেল সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানীর হাতে তুলে দিয়েছে বিগত ও বর্তমান সরকার। যা ৮০শতাংশ মালিক সাম্রাজ্যবাদী কোম্পানী যা আবার আন্তজার্তিক মূল্য সরকার কিনতে বাধ্য হচ্ছে পি এস সি চুক্তির আওতায়। সরকাকেই দিতে হচ্ছে ভর্তুকি। কিন্তু সরকার এই দায়ভার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। অপর দিকে রেন্টাল কুইক রেন্টাল করে সরকার দলীয় লোকদের ব্যাপক লুটপাট সুযোগ দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রে খরচ বৃদ্ধি করছে। যা দায়ভারও জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের এ সকল পায়তারার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলার জন্য জনগণের প্রতি আহবান জানান। সংগঠনের মহাজনপট্টিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায়। আলোচনা করেন সহ-সভাপতি নুরুল হুদা ছালেহ, মো: সুরুজ আলী, সাধারণ সম্পাদক জয়দীপ দাস চম্পু, এডভোকেট জাহাঙ্গীল আলম, রুপক দাস, মো: ছাদেক মিয়া, রমজান আলী পটু। বিজ্ঞপ্তি