কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিল এখন কোতোয়ালী থানায়

24

স্টাফ রিপোর্টার :
রাস্তায় পড়েছিলো টাকার বান্ডিল, তখন পুলিশের টহলদল করছিলো দায়িত্বপালন। এ সময় পুলিশের নজর পড়লো টাকার উপর। তাৎক্ষণিক পুলিশেরই এক কর্মকর্তা টাকার বান্ডিল তুলে নিলেন মাটি থেকে। এরপর ঐ টাকার মালিকের খোঁজে পুলিশ কর্মকর্তা চালালেন সন্ধান। কিন্তু টাকার মালিককে পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা ঐ টাকার প্রকৃত মালিককে খোঁজে বের করে তার টাকা তার হাতে প্রদান করার জন্য তৎপর রয়েছেন। সততার এই নিদর্শনটির এক অনন্য উদাহরণ স্থাপন করলেন সিলেট এসএমপির ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর বদিউল আমিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায়  নগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে ঐ টাকা কুড়িয়ে পান তিনি। বর্তমানে কতোয়ালী থানা হেফাজতে টাকাগুলো রয়েছে। টাকার প্রকৃত মালিককে থানায় যোগাযোগের জন্য আহবান জানিয়েছেন ইন্সপেক্টর বদিউল আমিন চৌধুরী। তবে বান্ডিলে কত টাকা রয়েছে তা জানা যায়নি।